X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেয়েকে বুকে নিয়ে ফাঁস দিলেন মা

আমানুর রহমান রনি
২৪ জানুয়ারি ২০১৮, ০০:৪৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ০১:০০

এই ঘরেই মেয়ে ও স্বামীকে নিয়ে থাকতেন সান্ত্বনা ছোট্ট ও জরাজীর্ণ একটি ঘরের বাঁশের আড়ার সঙ্গে দেড় বছরের মেয়েকে নিয়েই গলায় ফাঁস দিয়ে ঝুলেছিলেন মা সান্ত্বনা বেগম (২৭)। প্রতিবেশীরা সকালে ঘরের ভেতরে কারও শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে এমন দৃশ্য দেখেন। এরপর পুলিশ মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। ঘটনার ৮ ঘণ্টা পর উত্তরখান থেকে গ্রেফতার করা হয় সান্ত্বনা বেগমের স্বামী মামুন মিয়াকে। এই ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীর সবুজবাগের আহম্মদবাগ এলাকার ৩৬/৩/সি বাসা থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে উদ্ধার করা হয় সান্ত্বনা বেগম ও তার মেয়ে মাহফুজার ঝুলন্ত লাশ। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এই ঘরেই থাকতেন সান্ত্বনা প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘সান্ত্বনা কিছুদিন আগে তার মেয়ের জন্য ছোট্ট একটি শাড়ি কিনেছিলেন। সেই শাড়ি দিয়ে মেয়েকে এবং নিজের ওড়না দিয়ে বাঁশের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিলেন। মেয়ে তার বুকে ঝুলছিল, হাত ছিল মায়ের কাঁধে।’

আহম্মদবাগের শেষ মাথায় ৩৬/৩/সি বাড়ির মালিক নিলুফা বেগম নামের এক নারী। বাড়িটিতে ১৩টি ঘর রয়েছে। এর পূর্বপাশের একটি কক্ষে ৩ হাজার ৪০০ টাকায় ভাড়া ছিলেন সান্ত্বনা ও মামুন দম্পতি। কক্ষটি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধারের পর তালা দিয়ে রেখেছে সবুজবাগ থানা পুলিশ। দরজা ফাঁক করে দেখা যায়, কক্ষের ভেতরে একটি বাল্ব জ্বলছে। বাসার হাঁড়িপাতিল সব এলোমেলো। লোহার খাটের ওপর লেপ, কাঁথা ও মশারি টানানো অবস্থায় রয়েছে।

ওই ঘরের পাশেই আকলিমা বেগম নামের এক নারী থাকেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, গতকাল রাত ৯টার দিকে সান্ত্বনা বেগমের সঙ্গে তার কথা হয়েছিল। উনাকে জিজ্ঞাসা করেছিলেন, ভাত খেয়েছেন কিনা? জবাবে সান্ত্বনা বলেছিলেন, অল্প কয়টা খেয়েছি। এরপর তারা ঘুমিয়ে পড়েন।

সকালে বাড়িটির সবাই ঘুম থেকে উঠে দেখেন সান্ত্বনা বেগম উঠছেন না। এরপর দরজার ফাঁক দিয়ে দেখেন তিনি মেয়ে নিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ এসে আড়া থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে।

আকলিমা বলেন, ‘সান্ত্বনা ও মামুনের বাড়ি একই এলাকায়। চার/পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। এর আগে সান্ত্বনার গ্রামে একটি বিয়ে হয়েছিল। সেই সংসারে একটি মেয়েও আছে সান্ত্বনার। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বয়সে ছোট একই এলাকার মামুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা এই বাসাতেই থাকেন। মামুনের মা ও নানি আহম্মদবাগের আরেকটি বাড়িতে থাকেন। তবে তাদের সঙ্গে মামুনের কোনও সম্পর্ক নেই।’

প্রতিবেশীরা জানান, মামুন ক্যাবল অপারেটর ও ইন্টারনেট সংযোগ সেবা প্রদানকারী স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়াও বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবেও এলাকায় তার পরিচিতি রয়েছে। পাঁচ মাস আগে সান্ত্বনার ছোট বোন এই বাসায় বেড়াতে আসেন। আসার পর কিছুদিন তিনি পোশাক কারখানায় কাজ শুরু করেন। তবে মামুন তাকে নিষেধ করলে তিনি চাকরি ছেড়ে দেন। গত রবিবার বিকালে মামুন তার শাশুড়ি ও শ্যালিকাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য বের হন। এরপর শ্যালিকাকে নিয়ে মামুন পালিয়ে যান। পরে তাদের খুঁজে না পেয়ে সান্ত্বনার মা বাসায় এসে কান্নাকাটি করেন। তারা মামুনের মোবাইল ফোনও বন্ধ পান। সান্ত্বনার মাও তাকে বাসায় রেখে সন্ধ্যায় চলে যান।

আরেক প্রতিবেশী হাসিনা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মা বাসা থেকে চলে যাওয়ার পর থেকেই দরজা আটকে কান্নাকাটি করতেন সান্ত্বনা। তিনি খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। এই খবর মামুনের মা জানতে পেরে তিনি এসে সান্ত্বনাকে ভাত দিয়ে যেতেন, তাও খেতেন না তিনি। এর তিনদিনের মাথায় মেয়েসহ সান্ত্বনার লাশ উদ্ধার করা হলো।’

ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, ‘এই ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা হবে। এছাড়াও যে মেয়েকে নিয়ে মামুন পালিয়েছিল তার বয়স কম। নারী নির্যাতন আইনেও মামলা হতে পারে। আমরা আইনগত বিষয়টি দেখে মামলা দায়ের করবো।’

ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) ওবায়দুর জানান, ধারণা করা হচ্ছে, সান্ত্বনা তার ১৮ মাস বয়সী মেয়েকে হত্যা করে আগে ঝুলিয়ে রাখে। পরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।’

 

 

/এমও/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’