X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ০৩:৪৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ০৪:৫৬

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিপীড়ন বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।  

এ সময় ছাত্রজোটের নেতারা বলেন, ‘আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তা শুধু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নয়, পুরো বাংলাদেশের ছাত্র আন্দোলনে এমনটা কখনও ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হলেন উপাচার্য। তার কাছে শিক্ষার্থীরা হলো সন্তানতুল্য। সে হিসেবে শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে উপাচার্যের কাছে যেতেই পারেন। তেমনি শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনের দাবি নিয়ে উপাচার্যের কাছে গেছেন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এর প্রতিবাদে আগামীকাল বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে প্রগতিশীল ছাত্রজোট।

প্রেস ব্রিফিংয়ের পর নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে শুরু হয়ে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কেন্দ্রীয় লাইব্রেরি, কলাভবন প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয় ঘুরে অপরাজেয় বাংলার সামনে শেষ হয়। 

ছাত্রলীগের হামলায় নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রজোট নেতারা। তারা হলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাবি শাখা সভাপতি তুহিন কান্তি দাস, নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়কারী মাসুদ আল মাহদী অপু, ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি ইভা মজুমদার, ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন তমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুল ইসলাম। তারা ঢাকা মেডিক্যাল হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

অন্যদিকে, ছাত্রলীগের ৩০-৩৫ জন কর্মী আহত হয়েছেন বলে  অভিযোগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এছাড়াও সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন,  দ্য ইন্ডিপেনডেন্টের ঢাবি প্রতিনিধি মীর আরশাদুল হক, প্রথম আলোর মোহাম্মদপুর প্রতিনিধি তাজওয়ার মাহমিদ সিয়াম, দৈনিক জনতার ঢাবি প্রতিনিধি মুনতাসির মাহমুদসহ আরও অনেকে। তারা ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। 

হামলার বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্দোলনকারীরা যখন উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন, তখন আমরা প্রশাসনের পক্ষ থেকে সেটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে উপাচার্যকে উদ্ধার করি। এসময় আন্দোলনকারীরা আমাদের ওপর হামলা চালায়।’

এ ব্যাপারে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি তুহিন কান্তি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কাছে দাবি নিয়ে গেলে  ছাত্রলীগের নেতাকর্মীরা এসে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।’

রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। এরপর নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের হালার বিচার চেয়ে মঙ্গলবার উপাচার্যের কার্যালয় ঘেরাও করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তখন তারা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখলে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে।

 

/এসআইআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি