X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টার মধ্যে ‘উপাচার্যকে অপমানকারী বাম সন্ত্রাসী’দের বহিষ্কার দাবি ছাত্রলীগের

ঢাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১৪:২৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৫:০২

ঢাবি উপাচার্য কার্যালয়ের সামনে বক্তব্য রাখছেন ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি, পাশে  দাঁড়ানো ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘সম্পদ বিনষ্টকারী ও উপাচার্যকে অপমানকারী বাম সন্ত্রাসী’দের ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের দাবি জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পদ নষ্ট হচ্ছে না। আজ কোনও ক্ষয়ক্ষতি হচ্ছে না। কিন্তু গতকাল বাম সন্ত্রাসীরা ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছে। দেশীয় অস্ত্র দিয়ে তারা হামলা চালিয়েছে। এর বিচার প্রশাসনকেই করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে উপাচার্য কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।
সাইফুর রহমান সোহাগ আরও বলেন, ‘উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। তাকে যেভাবে অপমান-অপদস্থ করা হয়েছে, তা সাধারণ শিক্ষার্থীরা কখনও মেনে নেবে না। ছাত্রলীগ সবসময় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে এসেছে। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলতে যারা আন্দোলনের নামে অন্যায় কাজ করছে, তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রলীগ কাজ করবে।’
এর আগে, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘আমাদের অভিভাবক হলেন উপাচার্য। সেই উপাচার্যকে বাম নেতারা কীভাবে অপমান করেছেন, তা সবাই এরই মধ্যে জেনে গেছেন। তাদের এখন ছাত্রত্ব নেই। কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের কক্ষ ভাঙচুর করেছে। তাই ২৪ ঘণ্টার মধ্যে তাদের বহিষ্কার করতে হবে। আমরা গতকাল উপাচার্যকে বলেছি— আমরা ঢাবির শিক্ষার্থী। হয় তাদের ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করতে হবে, নইলে আমাদের বহিষ্কার করতে হবে।’
ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘গত ৮-১০ বছরে একদিনের জন্যও এই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি। সেশনজট এখন নেই বললেই চলে। সেখানে এই বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলতে কিছু বাম নেতা ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির জন্য অযোক্তিক আন্দোলন করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হলেন উপাচার্য। যখন তার ওপর হামলা হয়, তখন সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না। তারাও রাজপথে নেমে আসবে।’
এর আগে, গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক দেলোয়ার শাহাজাদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ দফা দাবি জানিয়েছে ছাত্রলীগ। দাবিতে বলা হয়, ঢাবি উপাচার্যের ওপর হামলাকারী ও উপাচার্যের কার্যালয় ভাঙচুরকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর হামলাকারী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, তানভীর আহমেদ মুঈন, বেনজীর, তুহিন কান্তি, সাদিক রেজা, তমা, সুদীপ্ত, সালমান, ইভা, তমা শাকিল, ইরা, সোহেল রিফাত, সিদ্দীকী, জামিল, মিথিলাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে ও তাদের গ্রেফতার করতে হবে।
দাবিতে আরও বলা হয়, প্রক্টর অফিস ভাঙচুরকারী ও প্রোক্টর অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাকারীদের বহিষ্কার করতে হবে। ঢাবি অফিশিয়াল ক্যামেরা ভাঙচুরকারী এবং ক্যামেরাম্যান ও উপাচার্য অফিসের কর্মচারী ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া, ঢাবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ যারা নষ্ট করতে চায়, তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে ছাত্রীদের উত্ত্যক্ত করা ও নিপীড়ন করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের এমন নিপীড়নের বিরুদ্ধে শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার উপাচার্যকে সাধারণ শিক্ষার্থীরা অবরুদ্ধ করলে ফের শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন-
সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে!
ঢাবিতে হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

/আরএআর/টিআর/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা