X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সম্পর্কোন্নয়নের আশ্বাস সৌদি তথ্যমন্ত্রীর

অহিদুল ইসলাম, সৌদি আরব
০১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৩

দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সৌদি তথ্যমন্ত্রী (ছবি- প্রতিনিধি)

সৌদি আরব ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সম্পর্কোন্নয়নের আশ্বাস দিয়েছেন সৌদি তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আওয়াদ সালেহ আল আওয়াদ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে তিনি এই আশ্বাস দেন। এসময় সৌদি তথ্যমন্ত্রীর উপদেষ্টা ফাহিম আল হামিদ ও বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এবং প্রেসউইং-এর দ্বিতীয় সচিব মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে আওয়াদ সালেহ আল আওয়াদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আগের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি জোরদার। সম্পর্কোন্নয়ন আরও শক্তিশালী করার জন্য দুই দেশের গণমাধ্যমগুলো জোরালো ভূমিকা রাখতে পারে।’

বৈঠকে সৌদি তথ্যমন্ত্রীকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মধ্যে সংবাদ বিনিময় করার অনুরোধ করেন ইকবাল সোবহান চৌধুরী। এসময় তিনি এসপিএ-এর ওয়েবসাইটে প্রবাসী বাংলাদেশির জন্য অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষায় সংবাদ প্রচারের অনুরোধ করেন। এছাড়া তিনি দুই দেশের গণমাধ্যমের পারস্পারিক যোগাযোগ ও পেশাদারি সম্পর্ক বাড়াতে নিয়মিতভাবে সাংবাদিক সফর আয়োজনের প্রস্তাব রাখেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মধ্যে নিয়মিতভাবে অনুষ্ঠান বিনিময় অব্যাহত থাকলে দুই দেশের সাধারণ নাগরিকদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় ও পারস্পরিক সম্পর্কোন্নয়ন আরও বেশি সহজ ও শক্তিশালী হতে পারে।’

সৌদি তথ্যমন্ত্রী আওয়াদ সালেহ আল-আওয়াদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, ‘সৌদি আরব এবং বাংলাদেশের বন্ধুত্ব দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটি আরও বেশি বৈশিষ্টপূর্ণ করার জন্য তথ্য বিনিময়ের গুরুত্ব রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর প্রস্তাবগুলো ‘সময়ের উপযুক্ত সংলাপ’ বলে আখ্যায়িত করেন সৌদি তথ্যমন্ত্রী।

এছাড়া সৌদি তথ্যমন্ত্রী জেদ্দায় আয়োজিত সাম্প্রতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে এর মাধ্যমে দু দেশের নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্যের ধারণা বিনিময় সহজ হবে বলে উল্লেখ করেন। বৈঠকে রাষ্ট্রদূত গোলাম মসিহ্ আশা প্রকাশ করেন, ‘আগামী দিনে ব্যবসা-বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে দুই দেশের গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করবে।’

 

/এমএ/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ