X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পুলিশবেষ্টিত ফিরোজা, ফাঁকা গুলশান কার্যালয়

রাফসান জানি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫১

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তার গুলশান বাসা ‘ফিরোজা’ রয়েছে পুলিশবেষ্টিত। বাসাটি ঘিরে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। একই সঙ্গে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়টিও হয়ে পড়েছে জনশূন্য। কার্যালয়ের সামনের রাস্তার দু’পাশে বসানো হয়েছে পুলিশের ব্যারিকেড। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাসা ও তার রাজনৈতিক কার্যালয়ের ৮৬ নম্বর সড়ক ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

খালেদা জিয়ার গুলশান কার্যালয় সরেজমিনে গুলশান-২ এ খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’র সামনে দেখা গেছে, বাসার ফটকের ঠিক সামনে সারিবদ্ধভাবে অবস্থান করছে পুলিশ সদস্যরা। সঙ্গে রয়েছে আর্মড পুলিশের অতিরিক্ত ফোর্স। বাসার সামনে তারা রয়েছেন সতর্ক অবস্থানে।

দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেন, ‘আমরা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করছি। কোনও ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আমরা প্রস্তুত।’

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘আদালতের উদ্দেশে বাসা থেকে যাওয়ার আগে সবার প্রথমে এসেছেন ওনার (খালেদা জিয়া) ছোট ভাইয়ের স্ত্রী, শামীম ইস্কান্দার, তার ছেলে, বড় বোন, ভগ্নিপতি, তার ছেলে ও আরেক ভাইয়ের বউ। এছাড়া বিএনপি নেতাদের মধ্যে আসেন নজরুল ইসলাম খান, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামালসহ অন্যান্যরা।’

খালেদা জিয়ার বাসভবনের সামনের রাস্তায় পুলিশ মোতায়েন খালেদা জিয়ার বাসায় এখন তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ সদস্য ও বাসার ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্য কেউ নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের ৮৬ নম্বর সড়কে দেখা গেছে, সড়কের দুই মাথায় রয়েছে পুলিশের ব্যারিকেড। অপরিচিত কাউকেই এই সড়কে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কার্যালয়ের ভেতরে শুনশান নীরবতা। কোথাও কোনও নেতাকর্মী নেই। শুধু প্রধান ফটকের ভেতরে বসে আছেন একজন নিরাপত্তাকর্মী।

কোনও নেতাকর্মী যাতে কার্যালয় বা খালেদা জিয়ার বাসায় সামনে আসতে না পারে এজন্য পুলিশের অতিরিক্ত নিরাপত্তা বা ব্যারিকেড দেওয়া হয়নি বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী। তিনি বলেন, ‘গুলশান হলো কূটনৈতিক এলাকা। এখানে অতিরিক্ত নিরাপত্তা সব সময়ই থাকে। রায়কে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা যাতে এই কূটনৈতিক এলাকায় ঘটতে সে জন্য নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে।

আদালত থেকে কারাদণ্ড দেওয়ার পর খালেদা জিয়াকে রাখা হয়েছে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের অফিস ভবনে। মূল ফটক দিয়ে ঢুকে বামেই সিনিয়র জেল সুপারের যে অফিস কক্ষ ছিল, সেখানেই তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট
জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট
ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে  নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন
প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি
প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক