X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের হামলায় চোখ হারানোর পথে রফিক!

ঢাবি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৫

আহত এহসান রফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এহসান রফিক চোখে দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন তার বাবা রফিকুল ইসলাম ৷ এ জন্য শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে তাকে চোখের চিকিৎসকের কাছে নেওয়ার কথা। মেধাবী রফিকের এ অবস্থায় আতঙ্কে রয়েছে তার পরিবার।

গত ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের নেতাকর্মীরা এহসানের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। নিজের ধার দেওয়া ক্যালকুলেটর ফেরত চাওয়ায় এ হামলা চালানো হয়। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। চিকিৎসক বলেছেন, এহসানের চোখের কর্ণিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় এহসানকে চোখের চিকিৎসকের কাছে নেওয়ার কথা।

এহসান চোখে না দেখায় আতঙ্কে আছে তার পরিবার ৷ মা রাতদিন এক করে সেবা করছেন ছেলের ৷ বাবা ছুটে বেড়াচ্ছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে । ইতোমধ্যে চিকিৎসক চোখ দুটি পরীক্ষা করেছেন। রিপোর্ট শনিবার (১০ ফেব্রুয়ারি) পাওয়া যাবে।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে গোল্ডেন এ প্লাস পাওয়া এহসান দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগেও প্রথম স্থান ধরে রেখেছেন। কৃতী এই শিক্ষার্থীর জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষিকা সবাই দুঃচিন্তায় আছে।

এহসানের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রকাশ করার কথা বলে বাংলা ট্রিবিউনকে জানান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার।

এহসানের বাবা রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলের চোখের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে । আমার ছেলের মতো অন্য কারও ছেলে যাতে ভবিষ্যতে এরকম হামলার শিকার না হয়। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি ।"

এর আগে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম স্থান অধিকারী আবু বকর। পরে তিনি মারা যান। 

এসআইআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন