X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

এবার গণিতের প্রশ্নপত্রও ফাঁস!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২১

ফেসবুকে উত্তরসহ ফাঁস হওয়া প্রশ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা এবং ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র), ইসলাম ও নৈতিক শিক্ষার পর এবার গণিতের প্রশ্নপত্রও ফাঁস হয়েছে। এ নিয়ে টানা ছয়টি পরীক্ষার প্রশ্নই ফাঁস হলো। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৯ মিনিটে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে গণিতের ‘খ-চাঁপা’ সেটের প্রশ্নপত্রটি পাওয়া যায়, যা অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গেছে।

শনিবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এর আগে সকাল ৮টা ৫৯ মিনিটে হোয়াটসঅ্যাপের ‘SSC ফ্রি প্রশ্নের দুকান’ নামের একটি গ্রুপে গণিতের বহুনির্বচনি অভীক্ষার ‘খ’ সেটের প্রশ্নপত্রটি পাওয়া যায়। এর সঙ্গে ছিল হাতে লেখা উত্তরপত্র। ফারহান আদনান নামের একটি আইডি থেকে এই প্রশ্নপত্রটি গ্রুপে দেওয়া হয়। এ সময় উত্তরপত্রও দেওয়া হয় ওই আইডি থেকে।

পরীক্ষার আগে হোয়াটসঅ্যাপে ফাঁস হওয়া প্রশ্ন

এরপর ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রটি ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

পরীক্ষা শেষে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের সামনে দাঁড়ানো এক পরীক্ষার্থীর কাছে প্রশ্ন দেখতে চাইলে প্রশ্ন বের করে দিয়ে সে বলে, ‘পরীক্ষা ভালো হয়নি।’ পাশে থাকা অন্য পরীক্ষার্থী ওই পরীক্ষার্থীকে হাসতে হাসতে বলেন, ‘ও মাই গড! তোর খ সেট প্রশ্ন পড়েছে। আমি তো এটাই খুঁজছিলাম। আমার কপালটাই খারাপ, আমার ঘ সেট পড়েছে।’

পরীক্ষার খ সেটের মূল প্রশ্ন

এ প্রতিবেদক তখন ওই পরীক্ষার্থীর কাছে ‘খ’ সেট প্রশ্ন কেন চাচ্ছিলে জানতে চাইলে সে বলে, ‘সকালে আমি খ সেটের প্রশ্ন ও উত্তর পাইছিলাম। তবে ঘ সেট প্রশ্ন পড়লেও আমি সেট লেখার জায়গায় খ সেট লিখে সব উত্তর দিয়ে আসছি। সবই হবে।’   

এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একটি কমিটি কাজ করছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়সহ আমরাও তদারকিতে আছি।’ 

এর আগে ১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের প্রশ্ন একই কায়দায় ফাঁসের অভিযোগ পাওয়া যায়। বাংলা প্রথম পত্রের বহুনির্বচনি অভীক্ষার ‘খ’ সেট পরীক্ষার প্রশ্নও ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই ফেসবুকে পাওয়া যায় সে প্রশ্ন।

পরীক্ষার খ সেটের মূল প্রশ্ন

৩ ফেব্রুয়ারি সকালে পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টাখানেক আগে বাংলা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক ‘খ’ সেটের উত্তরসহ প্রশ্নপত্র পাওয়া যায় ফেসবুকে। যার সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে।

আর ৫ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর অন্তত দুই ঘণ্টা আগে সকাল ৮টা ৪ মিনিটে ইংরেজি প্রথম পত্রের ‘ক’ সেটের প্রশ্ন ফাঁস হয়। যার সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়।

৭ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর অন্তত ৪৮ মিনিট আগে সকাল ৯টা ১২ মিনিটে ইংরেজি দ্বিতীয় পত্রের ‘খ’ সেটের প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে পাওয়া গেছে, যা অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গেছে।

একইভাবে ৮ ফেব্রুয়ারি ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রটিও পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পাওয়া যায়।

 

/আরএআর/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওজন মাপার আগে এই বিষয়গুলো জেনে নিন
ওজন মাপার আগে এই বিষয়গুলো জেনে নিন
দ্বিতীয় ধাপে আগ্রহ বাড়বে ভোটারের: ইসি আলমগীর
দ্বিতীয় ধাপে আগ্রহ বাড়বে ভোটারের: ইসি আলমগীর
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
রিজার্ভ ১০ মিলিয়ন ডলার আছে বলে আমার মনে হয় না: জিএম কাদের
রিজার্ভ ১০ মিলিয়ন ডলার আছে বলে আমার মনে হয় না: জিএম কাদের
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক