X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার ডিভিশনের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

চৌধুরী আকবর হোসেন
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০

রায় ঘোষণার পর খালেদা জিয়া (ফাইল ছবি)

খালেদা জিয়ার ডিভিশনের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন কারা কর্তৃপক্ষ। কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, ‘আইনজীবীরা একটি আবেদন দিয়ে গেছেন। আমরা সেটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি সরকারের বিবেচনার জন্য।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারা মহাপরিদর্শক বলেন, ‘খালেদা জিয়া সাধারণ বন্দি হিসেবেই কারাগারে আছেন। জেল কোড অনুযায়ী তাকে সাধারণ বন্দি হিসেবেই রাখা হয়েছে। জেল কোড অনুসারে প্রাথমিক রিকমেন্ডেশন কোর্ট থেকেই আসবে। কোর্ট থেকে যে সিদ্ধান্ত আসে সে অনুযায়ী পদক্ষেপ নেয় সরকার। ৮ (ফেব্রুয়ারি) তারিখ কোর্টের রায়ে কোনও সিদ্ধান্ত আসে নাই, যার কারণে তাকে ৮ তারিখ থেকে সাধারণ বন্দি হিসেবেই রাখা হয়েছে।’

কারা বিধি অনুসারে সাবেক প্রধানমমন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে খালেদা জিয়া ডিভিশন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘জেল কোডে দুটি কথা বলা আছে। ১৮৬৪ সালের জেল কোডে এ ধরনের কথা নেই। সেখানে বলা আছে কি কি ক্ষেত্র আছে, সেগুলো বিবেচনা করে কোর্ট যে নির্দেশ দেবেন সেটি পালন করা হবে। পরবর্তীতে ২০০৬ সালে একটি জেল কোড প্রণীত হয়েছিল, ৬১৭-এর উপধারায় ওয়ারেন্ট অব পিসিডেন্স আছে। সেখানে প্রাক্তন প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রীর কথা উল্লেখ নেই। সংসদ সদস্যের বিষয়ে সেখানে বলা আছে, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের সংসদ সদস্য অথবা সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কথা। যেহেতু তিনি বা তার দল সংসদে প্রতিনিধিত্ব করছেন না, তাই সেই ক্ষেত্রেও তাকে নিতে পারি না।’

খালেদা জিয়ার ব্যক্তিগত পরিচারিকা তার সঙ্গে কারাগারে আছে কিনা এ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক আরও বলেন, ‘তার সঙ্গে কোনও সেবিকা নেই। প্রথম দিন পুলিশ তাকে (সেবিকা) দিয়ে গিয়েছিল, কিন্তু আমরা একঘণ্টা পরে তাকে ফেরত দিয়েছি।’

খালেদা জিয়ার খাবার প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, ‘বাইরে থেকে কোনও খাবার অ্যালাউ করা হচ্ছে না। সাধারণ বন্দিদের ক্ষেত্রে শুকনো খাবার, ফলমূল অ্যালাউ করা হয়। এক্ষেত্রে তার স্বজনরা ফলমূল নিয়ে এসেছেন, সেগুলো অ্যালাউ করা হয়েছে। আর জেল কোড অনুযায়ী যে ধরনের খাবার দেওয়ার কথা সেগুলোই দেওয়া হচ্ছে।’

খালেদা জিয়া কয়েদির পোশাকে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘জেল কোড অনুযায়ী কয়েদির পোশাক পরার কথা।’

খালেদা জিয়ার শারীরিক চিকিৎসা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘চিকিৎসা মানুষের বেসিক হিউম্যান রাইটস। সাধারণ বন্দির জন্য যতটুকু প্রযোজ্য, ডিভিশনপ্রাপ্ত বন্দির জন্যও ততটুকু প্রযোজ্য। চিকিৎসার বিষয়ে কোনও পার্থক্য নেই। একজন চিকিৎসক সার্বক্ষণিক আছেন। একজন ডিপ্লোমা নার্স সার্বক্ষণিক আছেন। যদি প্রয়োজন হয় তাহলে বাহির থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আনার ব্যবস্থা করা হবে।’

কারা সূত্রে জানা যায়, কয়েদির পোশাকে সাধারণ বন্দি হিসেবেই কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাধারণ বন্দিদের মতোই খাবার দেওয়া হচ্ছে তাকে। শান্ত ও স্বাভাবিক রয়েছেন তিনি। কারাগারে খালেদা জিয়ার কক্ষে টিভি দেওয়া হলেও বিটিভি দেখেন না বলে সেটি ফিরিয়ে দিয়েছেন তিনি। 

 

 

 

 

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি