X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ডিভিশন কে পাবেন, বিধি কী বলে

উদিসা ইসলাম
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৯

নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার জেলকোড অনুযায়ী কারাগারে ডিভিশনের সুবিধা কে বা কারা পাবেন বা পাবেন না তা সুনির্দিষ্ট থাকলেও সাজাপ্রাপ্ত আসামিরা সেই সুবিধা পাবেন কিনা তা নিয়ে মতবিরোধ আছে। তবে জেলকোডে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন আসামিদের ডিভিশন নিয়ম আলাদা বলে সুনির্দিষ্ট করা নেই। আইনজীবীরা বলছেন, যদি তিনি ডিভিশন পাওয়ার যোগ্যতাগুলো অর্জন করেন তবে তিনি সেই সুবিধা ভোগ করতে পারবেন। খালেদা জিয়ার ডিভিশন পাওয়ার বিষয়ে আইজি প্রিজন বলেন, আদালত নির্দেশ দিলে তিনি ডিভিশন পাবেন। রবিবার দুপুর পর্যন্ত তিনি সাধারণ কয়েদিদের মতোই আছেন।
জেলকোডের ৬১৭ বিধিতে বলা আছে, ‘যারা ভালো চরিত্রের অধিকারী ও অনভ্যাসগত অপরাধী; সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের এবং যারা নৃশংসতা, নৈতিক স্খলন এবং ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধ করতে প্ররোচিত বা উত্তেজিত করেনি তারা ডিভিশন-১ প্রাপ্তির যোগ্য হবেন।
এছাড়া বিধি ৬১৭ (২)-এ বলা হয়েছে, ‘নাগরিকত্ব নির্বিশেষে সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবনযাপনের ধরন উচ্চমানের বন্দিগণ ডিভিশন-২ প্রাপ্তির যোগ্য হবেন। অভ্যাসগত বন্দিগণ স্বয়ংক্রিয়ভাবে এই শ্রেণির বহির্ভূত হবে না, সরকারের অনুমোদন বা পুনর্বিবেচনার শর্তে শ্রেণি বিভাজনকারী কর্তৃপক্ষকে বন্দির চরিত্র এবং প্রাক পরিচিতির ভিত্তিতে এ শ্রেণিতে অন্তর্ভুক্তির জন্য ক্ষমতা দেওয়া হবে। যেসব বন্দি ডিভিশন ১ ও ২-এর অন্তর্ভুক্ত নয় তারা তৃতীয়টির অন্তর্ভুক্ত হবেন, যেখানে বলা হচ্ছে, আদালত কোনও বন্দিকে ডিভিশন ১ ও ডিভিশন ২ প্রদানের জন্য প্রাথমিক সুপারিশটি সরকারের অনুমোদন কিংবা পুনর্বিবেচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন এবং মন্ত্রণালয় সেটি অনুমোদন বা পুনর্বিবেচনা করবেন।
আর অনুমোদনের এসময়কালে সুপারিশকৃত যেসব সাজাপ্রাপ্ত বন্দির পূর্ববর্তী জীবনমান সাধারণের চেয়ে উন্নততর বলে ঘোষিত অথবা বিচারাধীন বন্দিকে ডিভিশন-১ বিচারাধীন বন্দির শ্রেণিভুক্ত করা হয়েছে, যদি তারা ভালো চরিত্রের অনভ্যাসগত অপরাধী হয় এবং অপরাধের ধরন হিসেবে ও অন্যান্য ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির ডিভিশন সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে বিবেচিত ঘোষিত হয় তারা সে সময় দ্বিতীয় শ্রেণির ডিভিশনপ্রাপ্ত বিবেচিত হবেন।
আইনজীবী শাহেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ডিভিশন যিনি পাবেন জেলকোডে যেভাবে উল্লেখ আছে তাকে তার যোগ্য হতে হবে। এক্ষেত্রে সাজাপ্রাপ্ত কয়েদি বা হাজতির মধ্যকার পার্থক্য নেই। সাজা পাওয়ার পরও একজন ডিভিশন পেতেই পারেন। কেননা এই বিভাজনের বিষয়ে জেলকোডে সুনির্দিষ্ট কিছু বলা নেই।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার জন্য ডিভিশনের আবেদন করা হয়েছে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া রবিবার সকালে কারাবিধি ৬১৭ অনুযায়ী খালেদা জিয়া ডিভিশন পাওয়ার যোগ্য উল্লেখ করে ডিভিশনের জন্য আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি কারাদণ্ড দেওয়ার পর খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে আছেন। তিনি এখনও ডিভিশন পাননি। অথচ তিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং একটি দলের প্রধান।
যদিও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, জেলকোড অনুযায়ী সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন খালেদা জিয়া। জেলকোডে প্রধানমন্ত্রীর বিষয়ে কোনও উল্লেখ নেই। তিনি বলেন, ‘সাধারণ বন্দি হিসেবেই তাকে খাবার দেওয়া হচ্ছে। শুধুমাত্র শুকনো খাবার, ফলমূল স্বজনরা আনলে সেগুলো অ্যালাউ করা হচ্ছে।’
আরও পড়ুন-
খালেদা জিয়ার কারাবাস নিয়ে তারা যা বললেন
‘জেল কোড অনুযায়ী খালেদা জিয়া সাধারণ বন্দি’
খালেদা জিয়ার ডিভিশনের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

জেল কোনও আরাম আয়েশের জায়গা নয়: ওবায়দুল কাদের
খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আপিলের সিদ্ধান্ত দুদকের: অ্যাটর্নি জেনারেল
আদালতের রায় অনুযায়ী খালেদা জিয়ার থাকার ব্যবস্থা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

/সিএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা