X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কারাগারে পছন্দের পোশাক পরতে পারবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:০৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৭

কারাগারের পথে খালেদা জিয়া (ফাইল ছবি)

জেল কোড অনুযায়ী সাধারণ কারাবন্দিদের জন্য নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে। তবে ডিভিশন-১ (প্রথম শ্রেণির বিশেষ বন্দির মর্যাদা) পাওয়া কারাবন্দিদের জন্য জেল কোডে নির্দিষ্ট ড্রেস কোড উল্লেখ নেই। ডিভিশন-১ পাওয়া বন্দিরা তাদের পছন্দসই পোশাক পরতে পারবেন। ডিভিশন পাওয়া বন্দি হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও নিজের পছন্দের পোশাক পরতে পারবেন। কারা অধিদফতরের ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) তৌহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

জেল কোডের ১১৬৫ নং বিধিতে বলা হয়েছে, সাধারণ পুরুষ কারাবন্দিদের জন্য পাজামা ৩টি, লম্বা পাজামা ২টি, কোর্তা বা হাফ-শার্ট ২টি, সুতির শার্ট ২টি, সুতির মোজা ২ জোড়া, টুপি ১টি এবং নারী কারাবন্দিদের জন্য শাড়ি ৩টি, সুতির ব্লাউজ ২টি, সেমিজ ২টি এবং সুতির মোজা ২ জোড়া দেবেন কারা কর্তৃপক্ষ। শীত বা বর্ষাকালে কারা কর্তৃপক্ষ পুরুষদের জন্য উলের কোর্ট ১টি, ফ্লানেল শার্ট ২টি এবং নারীদের জন্য সুতির ব্লাউজ ১টি, উলের ব্লাউজ ১টি, ফ্লানেল সেমিজ ২টি, সুতির মোজা ২ জোড়া দেবে।

অন্যদিকে, জেল কোডের ১০৫৪ নং বিধিতে ডিভিশন পাওয়া বন্দিদের ড্রেস কোড সম্পর্কে বলা হয়েছে, প্রত্যেক বন্দি নিজের পোশাক পরতে পারবেন। তবে পোশাক পর্যাপ্ত ও ব্যবহারের যোগ্য হতে হবে এবং আপত্তিকর হবে না। জেল সুপারের অনুমতি নিয়ে ডিভিশন পাওয়া বন্দিরা সময়ে সময়ে নিজ খরচে অতিরিক্ত পোশাক সংগ্রহ করতে পারবেন। তবে এই সুযোগে কোনও রাজনৈতিক পোশাক সংগ্রহ করা যাবে না। কেউ সরকারি খরচে পোশাক চাইলে তাকে দ্বিতীয় শ্রেণির বন্দিদের জন্য নির্দিষ্ট পোশাক দেওয়া হবে। বন্দিকে তাদের কাপড় ধোয়ার সাবান দেওয়া হবে, তবে তিনি যদি নিজে পোশাক ধোয়ায় অনভ্যস্ত হন, তবে জেল সুপার তার কাপড় ধোয়ার ব্যবস্থা করবেন। এ জন্যে বন্দিকে কোনও খরচ দিতে হবে না।

এ ব্যাপারে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিভিশন পাওয়া বন্দিদের পোশাকের ক্ষেত্রে জেল কোডে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তারা নিজেদের পছন্দমতো পোশাক পরতে পারবেন।’

ডিআইজি তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিভিশন পাওয়া বন্দি হিসেবে খালেদা জিয়া তার পছন্দমতো পোশাক পরতে পারবেন। জেল কোডে এ বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও পোশাকের কথা বলা হয়নি।’

 

/জেইউ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০