X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চলে গেলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩


বিএসএমএমইউ এর  উপ-উপাচার্য  অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)  উপ-উপাচার্য (শিক্ষা) ও বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন (৫৪) আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বেলা ১১টা ৪৫ মিনিটে তার মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যারয় কর্তৃপক্ষ।

ডা. এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুর খবর শুনে চিকিৎসক সমাজের নেতা, সাংবাদিকসহ দেশের বিশিষ্টজনেরা ছুটে আসেন। মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে রাখা হয়। পরে বিকেল ৩টায় এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ডা. জাকারিয়া স্বপনের  মরদেহ ময়মনসিংহ জেলার ত্রিশালে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, ত্রিশালে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে  পিতার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পুত্র রাফি জাকারিয়া সিনিয়র ব্যাংক কর্মকর্তা, মেয়ে তাসনিম জাকারিয়া কানাডায় অধ্যয়নরত এবং স্ত্রী শামীম আরা বেগম সরকারি কর্মকর্তা।

ডা. জাকারিয়া স্বপন দীর্ঘদিন বিএসএমএমইউ’র প্রক্টরের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ২৩ এপ্রিল তিনি উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পান এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্বে ছিলেন। অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন ১৯৬৪ সালের ২ এপ্রিল ময়মনসিংহ জেলার ত্রিশালের মঠবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম আমিনা খাতুন ও পিতার নাম মরহুম আজিজুর রহমান। তিনি ১৯৮৮ সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ওই মেডিক্যাল কলেজের ১০ম ব্যাচের ছাত্র ছিলেন। ১৯৯৩ সালে তিনি এমপিএইচ এবং ১৯৯৯ সালে এমডি ডিগ্রি লাভ করেন। বিশিষ্ট চর্ম ও যৌনব্যধি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং স্বাচিপের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল,  বেসিক সায়েন্স ও প্যরা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।

বিএসএমএমইউ’র শোক কর্মসূচি: অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ (তবে চিকিৎসা কার্যক্রম চলবে), শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা