X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপির আন্দোলন সঠিক ট্র্যাকেই আছে: হারুন উর রশীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৭

বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ

যে কোনও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আঁচ করা খুব কঠিন বলে মন্তব্য করেছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ। তিনি বলেন, ‘যে কোনও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আঁচ করা খুব কঠিন। তবে আমি মনে করি বর্তমানে বিএনপির আন্দোলন সঠিক ট্র্যাকেই আছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশে যে ইলেকশন হয়েছে তা অংশগ্রহণমূলক হয়নি। এটা আওয়ামী লীগ নিজেও স্বীকার করে। বিএনপি যেহেতু সারাদেশে জ্বালাও-পোড়াও ও তাণ্ডব চালিয়েছিল, তার কারণে এর দায় টেকনিক্যালি বিএনপির ওপর চাপাতেও পেরেছিল আওয়ামী লীগ। ফলে একপাক্ষিক নির্বাচনের বিষয়টি ক্যাশ করতে পারেনি বিএনপি। কিন্তু এবার খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর সেরকম হয়নি। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর শুক্রাবাদে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘বিএনপি এখন কোন পথে?’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন হারুন উর রশীদ।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন। এটা কখনও একটি দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। বিএনপিকে এগিয়ে যেতে হবে। এটিই সচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে গুণগত একটি পার্থক্য রয়েছে। বিএনপি কোনও প্রথাগত দল নয়। যেভাবে একটি দল গঠন হওয়ার কথা বিএনপি সেভাবে গঠিত হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্য বেশ কয়েকজন সদস্য, পরে জাতীয় চার নেতাকেও হত্যা করা হলো। এতে একটি পরিবেশ তৈরি হয়েছিল। তখন একজন লোক (জিয়াউর রহমান) রাষ্ট্র ক্ষমতা দখল করলেন, তারপর তিনি রাজনৈতিক দল গঠন করলেন। যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, তারা জিয়াউর রহমানের সঙ্গে এক হলো। জিয়া যেহেতু রাজনৈতিকভাবে প্রতষ্ঠিত হতে চেয়েছিলেন সেহেতু তার দিক থেকে এই যুক্তিটি সঠিক ও রাইট ডিসিশন ছিলো। আওয়ামী বিরোধী ও স্বাধীনতা বিরোধীসহ সব পক্ষকে এক করলেন তিনি। এতে করে একটি ক্লাব তৈরি হলো, অ্যান্টি আওয়ামী লীগ ক্লাব। ক্লাবের বৈশিষ্ট্য হলো- যখন সুদিন তাকে তখন লোকজন থাকে, যখন দুর্দিন আসে তখন লোকজন পাওয়া যায় না।’

আন্দোলনের ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপির ব্যাপারে হারুন উর রশীদ আরও বলেন, ‘অন্যদিকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দল গঠন করেছে ধাপে ধাপে- তৃণমুল থেকে, সংগ্রাম করে। তারপর তারা ক্ষমতায় গেছে। ফলে দুই দলের দুই ধরনের বৈশিষ্ট্য। সুতরাং আওয়ামী লীগ যে স্টাইলে মাঠে থেকে আন্দোলন করতে পারবে সেই স্টাইলে বিএনপি আন্দোলন করতে পারবে কিনা তা বিএনপির সক্ষমতার বিষয়।’

বিএনপির প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি মনে করি, পজিটিভ রাজনৈতিক আন্দোলনে ব্যর্থতা বলে কিছু নেই। সফলতা বলতে কি বিএনপিকে ক্ষমতায় যাওয়া বোঝাবে? বিষয়টি তেমন নয়। এখন বিএনপি যে স্টাইলে আন্দোলন করছে এটা বিএনপির সফলতা। পাবলিক সেটা পছন্দ করছে। বিএনপি নাশকতা না করায় সরাকার সেই অর্থে গ্রেফতার অভিযান চালাতে পারছেনা, এটা বিএনপির সফলতা।’ 

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা ও সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল। বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করেছে এটিএন নিউজ।




 

/আরএআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম