X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চার মামলায় ‘পলাতক’ খালেদা: হাজিরার তারিখ পড়েছে

উদিসা ইসলাম
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৪

 

খালেদা জিয়ার মামলার তারিখ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়া চারটি মামলারই পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। মামলার সঙ্গে সম্পৃক্ত আইনজীবীরা বলছেন, ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে মামলাগুলোর তারিখ ধার্য আছে। তাকে এসব মামলায় হাজির হতে হবে। আইন বিশ্লেষকরা বলছেন, যেহেতু খালেদা জিয়া বর্তমানে কারাগারে রয়েছেন এবং আদালত সে বিষয়ে অবহিত, ফলে এসব মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে আদালতে নিতে হবে। কারণ, মামলাগুলোতে খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা রয়েছে। দুর্নীতি, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা, সহিংসতা, নাশকতা, রাষ্ট্রদ্রোহ এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগে এসব মামলা হয়। এর মধ্যে ১৯টি মামলা বিচারাধীন আছে। তিনটি মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়া চারটি মামলার মধ্যে নাশকতা ও বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লায় একটি, মানহানির মামলায় নড়াইলে একটি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানচিত্র ও জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে এবং ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকার পৃথক দুটি আদালতে দুটি মামলা রয়েছে।

বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লায় দায়ের করা মামলায় আগামী ২৫ ফেব্রুয়ারি পরবর্তী হাজিরার দিন ধার্য রয়েছে। নড়াইলে মানহানির মামলায় পরবর্তী হাজিরার দিন আগামী ২৫ মে। ঢাকায় যে দুটি মামলা রয়েছে, তার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানচিত্র ও জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগের মামলাটিতে ১৪ মার্চ এবং খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করায়, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আগামী ২৫ ফেব্রুয়ারি হাজিরার দিন রয়েছে।

নড়াইলের আইনজীবী আব্দুস সামলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির যে মামলাটি আদালতে রয়েছে, সেটির পরোয়ানা জারি হয়ে আছে। এই মামলায় আগামী ২৫ মে তাকে আদালতে হাজির হতে হবে।’

এদিকে কুমিল্লার আইনজীবী কায়মুল হক রিংকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় নাশকতা, হত্যা ও রাষ্ট্রদ্রোহের মোট তিনটি মামলা হয়েছে। এর মধ্যে নাশকতা ও হত্যা মামলায় তিনি হুকুমের আসামি। নাশকতা ও রাষ্ট্রদ্রোহ মামলাটি উচ্চ আদালতে স্থগিত আছে। তবে হত্যা মামলাটিতে তাকে আগামী ২৫ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে হবে।’

যেসব মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেসব মামলায় তাকে হাজির করতে হলে গ্রেফতার দেখাতেই হবে উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি যদি হাজির হওয়ার তারিখ পর্যন্ত কারাগারে থাকেন, তাহলে তাকে আদালতে হাজির করার সময় গ্রেফতার দেখাতে হবে৷’

আইনজীবী মনজিল মোরশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উনিতো (খালেদা জিয়া) কোনও অচেনা ব্যক্তি না। তিনি যে এখন কারাগারে রয়েছেন, সেটি আদালত অবহিত আছেন। কারাগারে থাকার সময় কোনও মামলার তারিখ পড়লে অবশ্যই শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে আদালতে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেসব মামলায় পরোয়ানা জারি আছে, সেই পরোয়ানার এখন আইনগত ভিত্তি নেই। কারণ, তিনি এখন কারাগারে। তাকে তো বাসায় গিয়ে পাওয়া যাবে না। সংশ্লিষ্ট আদালত থেকে কাস্টডি ওয়ারেন্ট দিতে হবে—আসামি অমুক জায়গায় আছ, তাকে হাজির করা হোক। এই প্রক্রিয়াগুলো ফৌজদারি কার্যবিধিতে চলমান। উনার বিষয়ে সবাই জানেন, উনি কোথায় আছেন। এই কাস্টডি ওয়ারেন্ট আসার আগেই যদি উনি কারাগার থেকে বেরিয়ে যান, তাহলে তাকে নিজে নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হয়ে জামিন চাইতে হবে।’

প্রতিবেদনটিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন কুমিল্লা ও নড়াইল প্রতিনিধি।

 

/ইউআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া