X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঢাবিতে তিন দিনব্যাপী কিবরিয়া আন্তর্জাতিক ছাপচিত্র মেলা শুরু

ঢাবি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৫

ঢাবিতে তিন দিনব্যাপী কিবরিয়া আন্তর্জাতিক ছাপচিত্র মেলা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে সপ্তম আন্তর্জাতিক কিবরিয়া ছাপচিত্র মেলা। তিন দিনব্যাপী আয়োজিত এ মেলা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চারুকলার লেকচার থিয়েটার ভবনে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

চারুকলা অনুষদের ডিন নিসার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিবরিয়া ছাপচিত্র মেলা উদযাপন পরিষদ কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাপচিত্র শিল্পী কালিদাস কর্মকারকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এসময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার হাতে পঞ্চাশ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন।

তরুণ ছাপচিত্রীদের কাজ নিয়ে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজের চারুকলা বিভাগ এবং ছাপচিত্র স্টুডিওসমূহ এই মেলায় অংশ নিচ্ছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, জগন্নাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগ ও দেশের বাইরের স্পেন এবং অস্ট্রেলিয়ার দুইটি ইনস্টিটিউট, ভারতের  বিশ্বভারতী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, মাল্টিপল এনকাউন্টারসহ দেশি-বিদেশি প্রায় বাইশটি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে।  

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘অন্যান্য শিল্পকর্মের চেয়ে ছাপচিত্রের মধ্যে বেশি বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্যের কারণেই এটি আলাদা গুরুত্ব বহন করে। এই শিল্পকর্মের আরেকটি দিক হলো স্বল্পমূল্যে সংগ্রহ করা যায়। ফলে জনমানুষের সঙ্গে ছাপচিত্র শিল্পীদের মেলবন্ধন ঘটে। দ্রুত এই শিল্পকর্ম আরও জনপ্রিয়তা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা