X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯

বঙ্গবন্ধু গবেষণা সংসদের মানববন্ধন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে বঙ্গবন্ধু গবেষণা সংসদ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা এই দাবি জানান।

মানববন্ধনে বঙ্গবন্ধু গবেষণা সংসদের সহ-সভাপতি ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, ‘দূতাবাস হলো একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। সুতরাং কোনও দূতাবাসে হামলা করা মানে সেই দেশে হামলার শামিল। এর প্রতিবাদ জানাতে আজ আমরা পথে নেমেছি।’

বক্তারা উল্লেখ করেন, ‘লন্ডনের বাংলাদেশ দূতাবাসে বিএনপির নামধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। লন্ডন দূতাবাসে হামলা চালিয়ে তারা বঙ্গবন্ধুকে অবমাননা করেছে। জাতির পিতাকে অবমাননা করা মানে দেশের সংবিধানকে অবমাননা করা।’

হামলাকারীদের দ্বৈত নাগরিকত্ব বাতিলের দাবি জানানো হয় মানববন্ধনে। বঙ্গবন্ধু গবেষণা সংসদের সহ-সভাপতির ভাষ্য, ‘সরকারের কাছে আমাদের জোর দাবি, হামলাকারীরা যেন আর বাংলাদেশে আসা-যাওয়া করতে না পারে। তারা পাকিস্তানি মানসিকতার লোক।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি উত্তম কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ সৈকত প্রমুখ।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামলা চালানো হয়। বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বিএনপি নেতাকর্মীরা স্মারকলিপি দেওয়ার নামে জোর করে হাইকমিশনে প্রবেশ করে। এরপর তারা হাইকমিশনের কর্মীদের ওপর হামলা চালায় ও আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা