X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঢাবি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪০

কোটার বিপক্ষে সমাবেশ

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কোটা বৈষম্য কমানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছেন কোটাবিরোধী চাকরিপ্রার্থীরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এর আগে তারা শাহবাগ জাতীয় জাদুঘর থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে পৌঁছে সমাবেশ করে। এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে রাস্তা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এর ফলে শাহবাগ, টিএসসি ও হাইকোর্ট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় ৷

এ ব্যাপারে আন্দোলনকারীদের একজন রাশেদ খান মেনন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দাবি হলো কোটা বৈষম্য দূর করতে হবে। চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। সর্বোচ্চ ১০% কোটা রাখতে হবে। কারণ, অধিক কোটার কারণে মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইমরান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূলত মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারেন, এজন্য কোটা সংস্কারের দাবি জানাচ্ছি। আমরা কোটার বিপক্ষে না। কোটা কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানাচ্ছি। ৫৬ শতাংশ কোটা রাখার কারণে প্রকৃত মেধাবীরা যোগ্যতা থাকার পরও চাকরি পাচ্ছেন না।’

কোটার পক্ষে মিছিল

এদিকে কোটা বহাল রাখার পক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পুলিশ বাধা দিলে তারা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে চলে যায় ৷

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, ‘যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে, আজকে তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন। মুক্তযোদ্ধারা যদি দেশ স্বাধীন না করতেন, তাহলে কীভাবে তারা স্বাধীন দেশে চাকরি পেতেন ।’

 

 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা