X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ শিশুদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৯

‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ শিশুদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত রাখা হবে। বঙ্গবন্ধুকে নিয়ে যত আলোচনা ও চর্চা হবে মানুষের মাঝে দেশপ্রেম তত জাগ্রত হবে। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।’ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে চিত্রিত গ্রাফিক নভেল ‘মুজিব-৪’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।

মুজিব-৪ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান প্রতিমন্ত্রী বলেন, ‘এই গ্রাফিক নভেলগুলো শিশুদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। শিশুদের উপযুক্ত করে গড়তে পারলে আগামী প্রজন্ম সৃজনশীল হয়ে গড়ে উঠবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সহজ থেকে সহজতর হবে।’

এ সময় অন্যায়ের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও পিছপা যে হননি তার সেই মনোভাবের প্রতিফলন গ্রাফিক নভেলের চর্তুথ খণ্ডে আছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং গবেষণা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকি ববি।

রাদওয়ান মুজিব বলেন, ‘এই নভেলগুলো সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার মা শেখ রেহানার তত্ত্বাবধায়নে তৈরি করা হচ্ছে। বঙ্গবন্ধুর মত এমন মহান একজন নেতার জীবনী আকারে উপস্থাপন ছিলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও আমার মা দারুণভাবে সহায়তা করেছেন।’

এসময় অন্যদের মাঝে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। এই গ্রন্থের প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গ্রাফিক নভেলটি মূলত ১২ পর্বে তৈরির পরিকল্পনা করা হয়। ‘মুজিব-১’ প্রকাশিত হয় ২০১৫ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে। এর পর সিরিজের আরও দুটি বই মুজিব-২ ও ৩ প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় প্রকাশিত হয় ‘মুজিব-৪’।

/এসএনএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা