X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সঠিক তথ্য পেলে নিরাপদ থাকবে কিশোর-কিশোরীরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৮



জাতীয় আইইসি সামগ্রী উদ্বোধন ও মেলায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ অতিথিরা কিশোর-কিশোরীদের প্রয়োজন সঠিক তথ্য। কৈশোরকালীন স্বাস্থ্যশিক্ষা উপকরণগুলোর মাধ্যমে তারা অনেক প্রয়োজনীয় তথ্য পাবে এবং উপকৃত হবে। স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্যগুলো পেলে তারা তা মেনে চলতে পারবে এবং অসুস্থতা ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় আইইসি সামগ্রী উদ্বোধন ও দিনব্যাপী মেলায় বক্তারা এ কথা বলেন।

মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোয় কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা বাস্তবায়ন ও দেশব্যাপী কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক তথ্য প্রচারণার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

পরিবার পরিকল্পনা অধিদফতরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট ইউনিসেফ ও নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ) ডা. মোহাম্মদ শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেলায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব কাজী আ. খ. ম. মহিউল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এ.এইচ.এম, এনায়েত হোসেন, নেদারল্যান্ডস দূতাবাসের উন্নয়ন সহযোগী প্রধান জেরন স্টিগস, ইউনিসেফ’র ডেপুটি রিপ্রেজেন্টেটিভ সীমা সেন গুপ্তা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ডা. কাজী মোস্তফা সারোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল উপস্থাপনা পেশ করেন পরিবার পরিকল্পনা অধিদফতরের ডা. মোহাম্মদ শরীফ, পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) ও লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার নারী শিক্ষা, বাল্য বিবাহ, কৈশোরকালীন গর্ভধারণ ইত্যাদি সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। কিশোর-কিশোরীদের সুস্থভাবে বেড়ে উঠতে হলে ও জীবনে সাফল্য পেতে হলে শিক্ষাগ্রহণ করতে হবে ও স্বাস্থ্যের যত্ম নিতে হবে। বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ পরিহার, কৈশোরকালীন যৌন ও প্রজননস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে কিশোর-কিশোরীদের বর্তমান ও ভবিষৎ জীবন এবং তাদের বংশধরদের সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠান ও মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ আন্তর্জাতিক ও দেশীয় এনজিও, জাতিসংঘের সংস্থাগুলো ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলা শুরুর আগে কিশোর-কিশোরীদের শোভাযাত্রা এবং মেলা চলাকালে বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি