X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আদালত সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৯

আদালত সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি



আগামী জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশ নেওয়ার বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তিনি যদি আপিল করেন এবং আদালত যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দেন, তবে সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


সিইসি বলেন, ‘আশা করি, খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন।’
বিএনপির চেয়ারপারসন নির্বাচন করতে পারবেন কি না, এ নিয়ে বিতর্ক চলছে। ফলে আইনি ব্যাখ্যারও প্রয়োজন আছে। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনও আলাপ হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘খালেদা জিয়ার মোকদ্দমা নিয়ে এখানে কোনও কথা হয়নি।’
আইনত তিনি নির্বাচন করতে পারবেন কিনা, জানতে চাইলে সিইসি বলেন, ‘আমার যেটা মনে হয়, আমিও তো একজন বিচারক ছিলাম। এডিএম (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) ছিলাম। সামান্য জ্ঞানে যেটা মনে হয়, এখন যে অবস্থানে আছেন, এখন তিনি নির্বাচন করতে পারবেন না। এখন তিনি অভিযুক্ত। এরপর সর্বোচ্চ কোর্টে গেলে যে রকম নির্দেশ আসবে, সে রকম হবে।’
এ নিয়ে তো দু’টি মত আছে। একটা মত আছে, মামলা বিচারাধীন থাকলে নির্বাচন করতে পারবেন। আরেকটা মত আছে, নির্বাচন করতে পারবেন না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবে? এমন প্রশ্নের উত্তরে কেএম নূরুল হুদা বলেন, ‘এই সব জিনিস সবসময়ই উচ্চ আদালতের বিবেচনাধীন। উচ্চ আদালতের নির্দেশের ওপরে আমাদের কাজ করতে হয়।’
তাহলে কি বিএনপি চেয়ারপারসের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টির জন্য উচ্চ আদালতের দিকে তাকিয়ে থাকবেন? জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘হ্যাঁ। উচ্চ আদালতে তারা যদি যান, তারা যদি আপিল করেন, তখন একটা পরিস্থিতি। এখন পর্যন্ত আপিল করেননি। তাই এখন আরেকটা পরিস্থিতি। এখনও তিনি আপিল করেনি, সে পরিস্থিতি হলে সেটা তো বললাম। যেহেতু আপিল করেননি, তার মানে অভিযুক্ত অবস্থায় আছেন। সুতরাং এই অবস্থায় তিনি নির্বাচন করতে পারবেন না। তারপরে উচ্চ আদালতে গেলে কী রকম ডিরেকশন আসে, তার ওপরে নির্ভর করে আমাদের সিদ্ধান্ত হবে।’
কেএম নুরুল হুদার এক বক্তব্য তুলে ধরে জানতে চাওয়া হয়, আপনি বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে সেটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এখন উচ্চ আদালত থেকে আপিল নিষ্পত্তি হয়ে যদি এরকম এবটা পরিস্থিতি হয় যে, বিএনপির চেয়ারপারসন নির্বাচনে আসতে পারছেন না, সেক্ষেত্রে কী বলবেন? উত্তরে সিইসি বলেন, ‘এত দূরের কথা বলা যাবে না। এখনও তো অনেক সময় আছে। নির্বাচন তো অনেক দূরে। কী অবস্থা হবে, তা বলা মুশকিল। আমাদের কাছে উচ্চ আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, তারপর আমরা আছি। আমি আশা করি যে, এই সমস্যার সমাধান হবে। আমি এও আশা করি যে, সব সমস্যার সমাধান করে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিন। এখন কোর্টের যে সিদ্ধান্ত, সেটা তো আমাদের মানতে হবে।’
বিএনপি গঠনতন্ত্র সংশোধনের কথা বলছে। সেখানে তারা কী সংশোধন চেয়েছে, তা জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা তো তাদের গঠনতন্ত্র সংশোধন করবো না। তারা গঠনতন্ত্র সংশোধন করেছে। আমাদের কাছে জমা দিয়েছে।’ কিন্তু তা আইনসিদ্ধ হয়েছে কিনা, জানতে চাইলে সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।
প্রধান বিচারপতির সঙ্গে কেন সাক্ষাৎ করতে এসেছেন, জানতে চাইলে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রধান বিচারপতি সংবিধানের প্রথম স্থানের একজন লোক। সে হিসেবে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলাম। অনেক আগেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতাম। কিন্তু তিনি ব্যস্ত থাকায় আজ এলাম।’
প্রধান বিচারপতির সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানতে চাইলে বলেন, 'সাক্ষাতে আমরা বলেছি যে, নির্বাচনের সময় আপনাদের কাছ থেকে যেন সহযোগিতা পাই, সহমর্মিতা পাই। এছাড়া আর কোনও ইস্যু ছিল না।'
নির্বাচন কমিশনের অনেক মামলা বিচারাধীন। এসব মামলার বিবাদী হিসেবে আপনি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন কিনা?  উত্তরে সিইসি বলেন, ‘না না, এখানে এসে দেখা করা যায় না। কিন্তু এটা তো তার চেম্বার। মামলা-মোকদ্দমা যেগুলো আমরা ফেস করি, সেগুলো তো কোর্টের মাধ্যমে হয়, আমাদের আইনজীবী আছে। ফ্যাক্টস অ্যান্ড ফিগার আমরা দেই, তার ওপরে হয়।’
নির্বাচন কমিশনকে বিচার বিভাগ কী ধরনের সহযোগিতা করতে পারে, তা জানতে চাইলে কেএম নূরুল হুদা বলেন, ‘পুরোপুরি সহযোগিতা। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য হাইকোর্টের ভূমিকা হলো যে, যেন আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি। আইনের জটিলতা যদি থাকে, সেটা কীভাবে নিষ্পত্তি করে সময়মতো নির্বাচন উত্তরণ করা যায়, এগুলো তো করেই থাকে সবসময়।’
এর আগে দুপুর ২ টা ১০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। সেখানে প্রায় ২৫ মিনিট অবস্থানের পর তিনি ২ টা ৩৫ মিনিটে তার সঙ্গে সাংবাদিকদের কথা হয়।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে রাখা হয়েছে।


আরও পড়ুন:
বিকালে পাওয়া যাবে খালেদা জিয়ার মামলার রায়ের কপি



/বিআই/এসএনএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া