X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অপরাজেয় বাংলা কালো কাপড়ে ঢেকে দিয়েছিল ছাত্রদল!

ঢাবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৩

কালো কাপড়ে ঢাকা অপরাজেয় বাংলা ভাস্কর্য, মঙ্গলবার সকালের দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপরাজেয় বাংলা কালো কাপড়ে ঢেকে দিয়েছিল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে তারা ভাস্কর্যটি ঢেকে দিলেও ৯টার আগেই সেই কাপড় আর দেখা যায়নি। প্রশাসন বলছে, তাদের কাছে এ ধরনের কোনও তথ্য নেই।

ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমার নেতৃত্বে সকাল সাড়ে সাতটায় আমরা অপরাজেয় বাংলার মুখ ঢেকে দিয়েছি। খালেদা জিয়া কারাগারে থাকার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।’ এখন তো কাপড় দেখা যাচ্ছে না, জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘হয়তো প্রশাসন খুলে ফেলেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিষয়ে আমি জানি না। খোঁজ নিয়ে জেনেছি অপরাজেয় বাংলার মুখে এখন কালো কাপড়  নেই।’ কাপড় সরিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কে কাপড় সরিয়েছে, তাও আমরা জানি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনের সামনে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে—অপরাজেয় বাংলা। বিশিষ্ট ভাস্কর সৈয়দ আবদুল্লাহ  খালিদ  মুক্তিযুদ্ধে ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণের দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই ভাস্কর্যের মাধ্যমে।  ফার্স্টএইড বক্স হাতে সেবিকা, সময়ের প্রয়োজনে রাইফেল কাঁধে তুলে নেওয়া গ্রামের টগবগে তরুণ এবং দু’হাতে রাইফেল ধরা আরেক শহুরে মুক্তিযোদ্ধা। নির্মাণের পর থেকে অপরাজেয় বাংলার পাদদেশে যে কোনও অন্যায়-অবিচারের প্রতিবাদে সভা করে আসছে ছাত্রসমাজসহ বিভিন্ন সংগঠন।

 

/ইউআই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা