X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আপিলের গ্রহণযোগ্যতা শুনানির জন্য রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১২



অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ছবি: সংগৃহীত) খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণযোগ্যতা শুনানির জন্য সময় চেয়েছিলেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘শুনানির জন্য আগামী রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। কিন্তু আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।’ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়া ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। সেই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আজ খালেদা জিয়ার পক্ষ থেকে একটি আপিল দায়ের করা হয়েছে। এই আপিল গ্রহণযোগ্যতার ব্যাপারে শুনানির জন্য তার আইনজীবীরা আজ আদালতে উল্লেখ করেছিলেন। এই আপিলটি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুনানির জন্য আদালত দিন ধার্য করেছেন। সেই দিন এই আপিলের গ্রহণযোগ্যতার শুনানির ব্যাপারে দিন ধার্য আছে। শুধু আপিল গ্রহণ করা হবে কিনা, সে বিষয়ে ওই দিন শুনানি হবে।’
আদালতে আপনার কোনও বক্তব্য ছিল কিনা, জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘আমি বলেছিলাম, যেহেতু ৬৩২ পৃষ্ঠার রায়, বৃহস্পতিবার না এনে আগামী রবিবার আনলে ভালো হয়। সবটা ভালোভাবে দেখে নিতে পারি।’ রায়ের পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রায়টি পড়া আমি শুরু করেছি।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ওরা যে দরখাস্ত দিয়েছে, সেই দরখাস্তের কপি আমাদের দিতে হবে। সেই কপিটা পেলে আমরা দেখবো, তারা কী কী গ্রাউন্ডে আপিল করেছে।’
জামিন আবেদন করেছে কিনা, এমন প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘স্বাভাবিকভাবে আপিল অ্যাডমিশন হওয়ার সঙ্গে সঙ্গেই জামিনের আবেদন করা হয়। সেই জন্য আমরা বলেছি, তারা যদি জামিনের প্রার্থনা করে, কাপিটা যেন আমাদের আগেই দেওয়া হয়।’

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান