X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অ্যাপোলোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৩

টিআইবি মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানার পর অ্যাপোলো হাসপাতালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে টিআইবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপোলো হাসপাতালের মতো প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা এ ধরনের অপরাধ দমনে কোনও ভূমিকাই রাখবে না। টিআইবি এক্ষেত্রে কঠোরতর আইনের প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।একইসঙ্গে এসব প্রতিষ্ঠানকে কঠোর নজরদারি মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গত সোমবার র‌্যাবের অভিযানে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার অভিযোগে অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

অ্যাপোলোতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশের অন্যতম ব্যয়বহুল হাসপাতাল হিসেবে পরিচিত অ্যাপোলো হাসপাতালে যদি মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা হয়, তাহলে দেশব্যাপী বিভিন্ন স্তর ও মানের হাসাপাতাল এবং ক্লিনিকে কী রকম অনিয়ম ও স্বাস্থ্যঝুঁকি রয়েছে তা সহজেই অনুমান করা যায়।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি টিআইবি বেসরকারি স্বাস্থ্যখাতে নিয়ন্ত্রণহীন, তড়িৎ ও অতি মুনাফাভিত্তিক এবং প্রতারণানির্ভর গ্রাহক হয়রানির চিত্র তুলে ধরেছিল টিআইবি। এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘জীবন-মরণের সঙ্গে সম্পর্কিত বিধায় স্বাস্থ্যসেবায় প্রত্যাশিত মান বজায় রাখার কোনও বিকল্প নেই। কিন্তু প্রয়োজনীয় নীতিগত সহায়তার অভাব, পরিদর্শন ও তদারকির ক্ষেত্রে ব্যাপক ঘাটতি এবং লাগামহীন প্রকট বাণিজ্যিকীকরণের সম্মিলিত প্রভাবে বেসরকারি চিকিৎসাসেবা খাত কার্যত সেবাগ্রহীতাদের দুর্দশা প্রান্তসীমায় উপনীত করেছে।’

বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগের পাশাপাশি একটি স্বাধীন ও নিরপেক্ষ স্বাস্থ্যসেবা কমিশন গঠন করা উচিত বলে অভিমত জানিয়েছে টিআইবি।

 

 

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া