X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যে প্রক্রিয়ায় এগোবে খালেদা জিয়ার আপিল

বাহাউদ্দিন ইমরান
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৫

আদালত থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আবেদন গৃহীত হওয়ার পরই তার জামিন চাওয়া হবে। তার আইনজীবীরা এমনটি জানিয়েছেন।

এই জামিন আবেদনের প্রক্রিয়া কী হবে, তা জানতে চেয়ে কথা হয় খালেদা জিয়ার প্যানেল আইনজীবীদের অন্যতম সদস্য অ্যাডভোকেট সগীর হোসেন লিওনের সঙ্গে।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়ম অনুসারে হাইকোর্ট খালেদা জিয়ার আপিল আবেদনটি পূর্ণাঙ্গ শুনানির জন্য গ্রহণ করবেন কিনা সে বিষয়ে আদেশ দেবেন। আদালতের আদেশে আপিলটি গৃহীত হলে তখন সঙ্গে সঙ্গেই তার জামিন আবেদন করা হবে।’

এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টে আপিল দায়ের করেছেন। তার এ আপিলটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ‘ক্রিমিনাল আপিল নাম্বার- ১৬৬৭/১৮’ হিসেবে লিপিবদ্ধ হয়েছে। তবে এরপরও বেশ কিছু আইনি প্রক্রিয়া রয়েছে যার মধ্য দিয়ে আপিলটি শুনানি হবে এবং সবশেষে আদেশ দেবেন আদালত।

খালেদা জিয়ার আপিল দায়েরের পর এর পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পর্কে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। তিনি খালেদা জিয়ার আপিল আবেদনের ওকালতনামায় থাকা ২৮ আইনজীবীর অন্যতম।

তিনি জানান, আদালতে আপিল মেনশনের (উল্লেখ) পর আদালত আপিলটি গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। এখন নিয়ম অনুসারে আদালত ওইদিন শুনানি নিয়ে আপিল গ্রহণ অথবা খারিজ করে দিতে পারেন।

তিনি বলেন, ‘যদি প্রাথমিক শুনানি নিয়ে আদালত আপিল গ্রহণ করেন সেক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করা হবে। আপিল গ্রহণের পর এর ওপর পূর্ণাঙ্গ শুনানি করতে হাইকোর্ট অপর পক্ষকে (দুদক) শুনানিতে হাজির হতে নোটিশ দেবেন। এরপর হাইকোর্ট রায় দানকারী বিচারকের আদালতের কাছে মামলার যাবতীয় নথি তলব করবেন। এরপর আমাদের আপিলের আরজি অনুসারে বিচারিক আদালতের রায় বাতিলপূর্বক আপিল মঞ্জুরের ওপর শুনানি হবে। আপিলটি বিচারাধীন থাকা অবস্থায় খালেদা জিয়াকে দেওয়া জরিমানা স্থগিতের ওপর শুনানি হবে এবং পরে খালেদা জিয়ার সাজা মওকুফের ওপর শুনানি হবে।'

আরজির এসব বিষয়ের ওপর শুনানি শেষে আদালত আদেশ দেবেন বলেও জানান এই আইনজীবী। তবে আপিল গ্রহণের প্রাথমিক শুনানি নিয়ে আবেদনটি যদি হাইকোর্ট খারিজের আদেশ দেন, সেক্ষেত্রে আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানান তিনি।

খালেদা জিয়ার জামিন আবেদনের প্রক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, হাইকোর্ট প্রাথমিক শুনানি নিয়ে যদি আপিল আবেদনটি গ্রহণ করেন তখন সঙ্গে সঙ্গেই তার জামিন আবেদন করা হবে।

 

 

 

 

/বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন