X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মতিউর ৬৯ এর শহীদ: মজিবুর রহমান মল্লিক

উদিসা ইসলাম ও সাদ্দিফ অভি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৬

শহীদ মতিউর রহমান মল্লিক ও তার ছোট ভাই মজিবুর রহমান মল্লিক

‘আমার ভাই যে ঊনসত্তরের গণঅভুত্থানে শহীদ হয়েছিলেন, তা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সবচেয়ে ভালো বলতে পারবেন।’ বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন শহীদ মতিউর রহমানের ভাই মজিবুর রহমান মল্লিক। তিনি জানান, ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি মতিউর মিছিলে গুলিতে নিহত হন। তখন তিনি দশম শ্রেণির ছাত্র ছিলেন।

২০১৮ সালের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন শহীদ মতিউর রহমান। এই পুরস্কার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ‍শুরু হয়। 

অনলাইন অ্যাক্টিভিস্টদের একাংশ শহীদ মতিউর রহমান মল্লিককে জামায়াতের সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উল্লেখ করে পোস্ট দেয়। তাদের দাবি, ২০১০ সালে তিনি মারা যান এবং মগবাজারে অনুষ্ঠিত তার প্রথম জানাজায় ইমামতি করেন শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযম। এমনকি অ্যাক্টিভিস্টরা একজন জামায়াতের অনুসারী ব্যক্তির সঙ্গে একই মঞ্চে পুরস্কার গ্রহণ না করতে অন্য পুরস্কারপ্রাপ্তদের আহ্বানও জানায়।

কে এই শহীদ মতিউর রহমান মল্লিক, ‍যিনি এবার স্বাধীনতা পুরস্কার পেলেন? তা জানতে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে কথা হয় মতিউর রহমানের ছোট ভাই মজিবুর রহমান মল্লিকের সঙ্গে। তিনি বর্তমানে ঢাকায় একটি সরকারি ব্যাংকে কর্মরত আছেন।

শহীদ মতিউর রহমান মল্লিক ও মজিবুর রহমান মল্লিকের বাবা আজাহার আলী মল্লিক। পারিবারিকভাবেই তারা এই পদবি ব্যবহার করেন।

মজিবুর রহমান মল্লিক বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ভাই শহীদ মতিউর রহমান মল্লিক। তাকে ঘিরে কোনও বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। তিনি ঊনসত্তরের আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তোফায়েল আহমেদ (বাণিজ্যমন্ত্রী) সাহেব এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন। তাদের সামনেই আমার ভাই আন্দোলন করতে গিয়ে মারা যান। তখন তিনি দশম শ্রেণির ছাত্র ছিলেন।’ 

মজিবুর রহমান মল্লিক পরিবার নিয়ে বর্তমানে উত্তরায় থাকেন। তিনি বলেন, ‘উত্তরার বাড়ির এই জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আমাদের দিয়েছেন। পরে ডেভেলপারকে দিয়ে আমরা অর্ধেক-অর্ধেক মালিকানায় ভবন নির্মাণ করেছি। আমাদের সম্পর্কে সরকার সবই জানেন।’

মজিবুর রহমান বলেন, ‘আজকে (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাধীনতা পদকের বিষয়ে একজন সহকারী সচিব নিয়মানুযায়ী আমাদের তথ্য নিতে বাসায় আসবেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলেও আমার ভাইয়ের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।’

শহীদ মতিউর রহমান মল্লিকের জন্ম ঢাকায় ১৯৫৩ সালের ২৪ জানুয়ারি। ১৯৬৯ সালের জানুয়ারি মাস। গণআন্দোলনের উত্তাল জোয়ার রুখতে আরও  মরিয়া হয়ে ওঠে পাকিস্তানি সরকার। তরুণ মতিউর তখন দশম শ্রেণির ছাত্র। ১৯৬৯-এর ২০ জানুয়ারি কারফিউ ভেঙে ছাত্ররা মিছিল বের করলে পুলিশ সেই মিছিলে গুলি চালায়। এতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ। সেই মর্মান্তিক দৃশ্য খুব কাছ থেকেই দেখেছিলেন মতিউর রহমান। এ ঘটনার চারদিন পরে ২৪ জানুয়ারি তার জন্মদিনের দিন ঢাকার রাজপথ মিছিলে মিছিলে আবারও উত্তাল। এদিনের মিছিলেও পুলিশ গুলি করলে নিহত হন মতিউর রহমান মল্লিক।

এ বিষয়ে তোফায়েল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে বুধবারই (২১ ফেব্রুয়ারি) তিনি নিশ্চিত করে বলেন, ‘এই মতিউর রহমান মল্লিকই ঊনসত্তরের শহীদ মতিউর রহমান মল্লিক।’ তিনি বলেন, ‘মতিউর রহমান মল্লিক, আসাদ এবং সার্জেন্ট জহিরুল এই তিন শহীদের নাম স্বাধীনতা পদকের জন্য আমিই প্রস্তাব করেছি।’

 

/এসএমএ/ইউআই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা