X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘আন্টি আমার গায়ে গরম পানি ঢাইল্যা দিছে’

তাসকিনা ইয়াসমিন
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৫৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১১

মনি গৃহকর্ত্রীর ঢেলে দেওয়া গরম পানিতে ঝলসানো শরীর নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে মনি আক্তার (১১)। পুড়ে যাওয়া মুখের ডান পাশের ক্ষত কিছুটা শুকিয়ে এসেছে। দুই হাত ব্যান্ডেজে বাঁধা। এরই মধ্যে একটি অপারেশন হয়েছে হাতে ।পাশে মলিন মুখে বসে আছেন তার মা-বাবা। এই চিত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের শিশু ওয়ার্ডের বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)দুপুরের।

এই প্রতিবেদক এগিয়ে কাছে যেতেই দোষীদের শাস্তি দাবি জানান মনির মা-বাবা।

নরসিংদীতে গত ১৭ জানুয়ারি মনির গায়ে গরম পানি ঢেলে দেয় গৃহকর্ত্রী কলেজ শিক্ষিকা মাহামুদা ইয়াসমিন নাজমা। নাজমার স্বামী হাসান সারোয়ার সোহেল জনতা ব্যাংকে চাকরি করে।ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

মনিকে গত ২৪ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মনির বাবা রিকশাচালক আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার একমাত্র মাইয়া। হেরে এমন কইর‌্যা কষ্ট দিলো হের কোনও বিচার হইব না? আমরা সোহেলের আর তার স্ত্রীর বিচার চাই।’

মা শিউলি বেগম বলেন, ‘আমি কাউরে চিনি না। কোর্টের দ্বারে গেছি। কোর্টই আমার মাইয়্যার লগে হওয়া ঘটনার বিচার করবো।’ শিউলি বেগম ভিক্ষা করেন।

গায়ে গরম পানি ঢেলে দেওয়ায় মনির মুখের ডানপাশ, দুই হাত ও বুকের এক পাশ ঝলসে যায়। এরপর গৃহকর্তা লোক মারফত মনিকে তাদের বাড়িতে ফেরত পাঠায়। এসময় বিষয়টি পুলিশকে না জানানোর জন্য হুমকিও দেয়। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে মনিকে ভর্তি করে পরিবারের সদস্যরা। এরপর তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

মনি বলে, ‘গরম পানি নিয়ে যেতে পারবো না বলায় হে (গৃহকর্তী) আমার গায়ে গরম পানি ঢাইল্যা দেয়।’

আব্দুল আজিজ জানান, ঘটনার পর কয়েকদিন কোনও চিকিৎসা হয়নি মনির। তিনি বলেন, ‘মাইয়ারে একমাস আগে কাজে দিই। ওর বেতন ধরেছিল দুই হাজার টাকা।’ সেই টাকাও তারা পাননি।

মনির মা শিউলি বেগম বলেন, ‘আমার মাইয়্যার এই ঘটনা ঘটছে, হেরা হেইডা আমাগোরে জানায় নাই। মাইয়ারে আমি নিজেও আনি নাই। এলাকার মানুষ হেরে হাসপাতালে আনছে। আমি ভিক্ষা কইর‌্যা খাই। সোহেলও জানে, সোহেলের বউও জানে, যে বেটি নিয়্যা দিছে হেই বেটিও জানে যে আমি ভিক্ষা কইর‌্যা ভাত খাই।’

মনি বলে, “হেদিন আমি কইছিলাম, ‘আন্টি, আমি পাতিলটা তুলতে পারুম না। আপনি নিয়্যা যান।’ তারপরে আমারে থাপ্পড় মারছে। এরপর পাতিল ছুইড়্যা মারছে। এরপর আমার গায়ে গরম পানি ঢাইল্যা দিছে। তহন বেটি কয়: ‘তুই মর, তুই মর’। হের পর বেটি পলাইছে। ব্যাটা তহন ঘরে হুইয়্যা রইছে। পরে ব্যাটা আমারে ঠান্ডা পানি দিয়া মলম লাগায় দিছে।’ 

সে বলে, ‘হাসপাতালে যখন নিয়া আসছে তখন কইছে মা-বাবা কই? মা-বাবা না হইলে তো চিকিৎসা হইতো না। পরে ব্যাটায় আমার মারে খবর দিছে। আমার মায়ে তো জানেই না এই ঘটনা যে হইছে। বুধবার (১৭ জানুয়ারি) ৬টায় এই ঘটনা ঘটে। এর আগে মাছ ভুনা করছি। ডাল রানছি। এরপর পানি গরম হতে দিছিলাম।’

বাবা আব্দুল আজিজ বলেন, ‘হেরা কোটিপতি। হেরা নয় দিনের দিন আমার ঘরে নিয়া আইছে। হেরা মাইয়ারে কোনও মেডিক্যালে আনে নাই। মেয়েকে কোনও দিন স্কুলে দিইনি। স্কুল যাইতে কইছি হে যায়নি। ওর মা জানায়, মেয়েরে মাদ্রাসায় দিছিলাম।’

মনি বলে, ‘আমার মাথায় পড়া ঢুকে না। তাই স্কুল যাইতাম না।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা.পার্থ শংকর পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েটির ১৫-১৬ শতাংশ বার্ন হয়েছে। এ ধরনের রোগী সাধারণত সেরে উঠতে দুই থেকে তিন মাস সময় লাগে।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা মোবাইলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুটির ঘটনা আমরা জানি। তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানকার কর্তৃপক্ষ বিষয়টি নীলক্ষেত থানাকে জানায়। এরপর নীলক্ষেত থানা আমাদের সঙ্গে যোগাযোগ করে। শিশুটির বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে আমরা মামলাটির তদন্ত করছি। আসামিরা পলাতক রয়েছে। আসামিদের ধরার চেষ্টা করছি। মামলার অভিযুক্ত দুই আসামিকে আটক করা গেলে আমরা মামলার চার্জশিট দেবো।’

 

 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
গরমে খান দইয়ের এই ৫ শরবত
গরমে খান দইয়ের এই ৫ শরবত
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
এল ক্লাসিকোবার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও