X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

১০ কেজি ওজন হলে তোফা-তহুরার পরবর্তী অস্ত্রোপচার

তাসকিনা ইয়াসমিন
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৩

 


মায়ের সঙ্গে তোফা ও তহুরা অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া তোফা ও তহুরার পরবর্তী অস্ত্রোপচারের জন্য তাদের ওজন অন্তত ১০ কেজি করে হতে হবে। তা না হলে প্রয়োজনীয় অস্ত্রোপচার করবেন না বলে চিকিৎসকরা জানিয়েছেন।



তোফা ও তহুরার মা মোসা. শাহিদা বেগম জানান, এখন সাত কেজি করে ওজন আছে তার মেয়েদের। সেটা বাড়িয়ে দশ কেজি করে করতে হবে। আগামী মাস থেকে প্রতি মাসে মেয়েদের একবার করে ঢাকায় চেক-আপের জন্য আনতে হবে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওদের ওজন ১০ কেজি হলে তখন অপারেশন করা যাবে। ওদের দুই বোনের মধ্যে এক বোনের শরীর অসুস্থ। আলাদা হয়ে যাওয়ার পর ওর ফিজিওথেরাপির প্রয়োজন হয়েছে। ওর কিডনি প্রবলেম ছিল। গত পাঁচ মাস ধরে আমরা ওদের মা-বাবাসহ কেবিনে রেখে ট্রিটমেন্ট করেছি। এখন ওর সমস্যাগুলো অনেকটাই কেটে গেছে।’
তিনি বলেন, ‘ফিজিওথেরাপির জন্য আমরা সাভার সিআরপিতে ভেলরি টেইলরের সঙ্গে যোগাযোগ করি। সেখানে ওরা বেশ কিছুদিন ছিল।’ কীভাবে ওদের ফিজিওথেরাপি দিতে হবে সেটা ওদের মা-বাবাকে দেখিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাহনুর ইসলাম মোবাইলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওরা (তোফা ও তহুরা) গত পাঁচ মাস ধরে এখানে ভর্তি ছিল। মাঝখানে ফিজিওথেরাপির জন্য সিআরপিতে পাঠানো হয়েছিল। সেখান থেকে আবার এখানে ফিরে এসেছে। এবার আমরা ওদের রিলিজ দিয়ে বাড়ি পাঠিয়েছি। ওদের একমাস পর আবার আসতে বলা হয়েছে।’
তোফা ও তহুরার মা মোসা. শাহিদা বেগম মোবাইলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিমাসে একবার করে ওদের চেক-আপের জন্য নিয়ে আসতে বলে দিয়েছে। ওদের ওজন বাড়াতে বলেছে। এখন সাত কেজি ওজন আছে, সেটা দশ কেজি করা লাগবে। এখন ওদের ভালো খাবার দেওয়া লাগবে।’
তোফা ও তহুরা বয়স ১৭ মাস। তারা হামাগুড়ি দেয়, একটু-আধটু হাঁটেও।
তোফা ও তহুরার বাবা মো. রাজু মিয়া (২৫) বলেন, ‘মেয়েদের জন্য তো এখন কোনও কাজ করতে পারি না। আমরা তো গত অক্টোবর থেকেই হাসপাতালে থাকলাম। পেপারে (সংবাদপত্র) আমার দুই মেয়ের ছবি দেখে আমার খুব ভালো লাগে।’
তোফা ও তহুরাকে আলাদা করার পর সংবাদ সম্মেলনে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানায়, ওদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবার জন্য চাকরির চেষ্টা করা হবে।
এ প্রসঙ্গে শাহিদা বেগম বলেন, ‘আমাদের কাছ থেকে কাগজপত্র নিয়েছে। আমরা সেগুলো জমা দিয়েছি। সব ব্যবস্থা করে দেবে বলেছে।’
শাহিদা-রাজু দম্পতির এই দুই মেয়ে ছাড়াও সাড়ে পাঁচ বছরের এক ছেলে আছে। তার নাম শাহজাদ হোসেন।
২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া গ্রামে তোফা-তহুরার জন্ম হয়। মায়ের স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া শিশু দুটির কোমরের কাছে জোড়া লাগানো ছিল। তাদের শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ আলাদা থাকলেও প্রস্রাব-পায়খানার রাস্তা ছিল একটি। যেভাবে জোড়া লেগে জন্ম নেয় শিশু দুটি চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তাকে ‘পাইগোপেগাস’ বলা হয়।
২০১৬ সালের ৮ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তোফা-তহুরার পায়ুপথ আলাদা করা হয়। গত বছরের ১ আগস্ট দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করে তাদের শরীর আলাদা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের অস্ত্রোপচার ঘটনা এটাই প্রথম বলে জানান চিকিৎসকেরা।

 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!