X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুনর্গঠিত বিজিবি অনেক শক্তিশালী: মে. জে. আবুল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৭

 

বিজিবির ডিজি মেজর জেনারেল আবুল হোসেন (ফাইল ছবি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইতিহাস ২২২ বছরের বলে উল্লেখ করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি বলেন, ‘এ সময়ে বিজিবিকে অনেক চড়াই-উৎরাই পার হতে হয়েছে। স্বাধীনতা যুদ্ধে বিজিবি’র অবদান ছিল অনেক বেশি। ২০০৯ সালের পর থেকে আমরা বিজিবিকে পুনর্গঠন করেছি। পুনর্গঠিত বিজিবি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী।’ পিলখানা ট্র্যাজেডি দিবসকে সামনে রেখে গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিজিবি ডিজি বলেন, ‘২০১০ সালে যে আইন করা হয়েছে, সেটাকে যুগোপযোগী করে তৈরি করা হয়েছে। বিজিবি’র কলেবর বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে বিজিবিতে ৫০ ভাগ লোককে আমরা অতিরিক্ত সংযোজন করতে পেরেছি। আমরা বাহিনীকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বাহিনী অনেক শক্তিশালী।’  তিনি  আরও বলেন, ‘আমরা অনেক কষ্ট করি। আমরা শুধু একটি ইউনিট কমান্ড করি না। আমরা এলাকার নিরাপত্তার বিষয়টি দেখি। তার সঙ্গে সংশ্লিষ্ট থাকি। আমাদের কাউন্টার পার্টের সঙ্গে নেগোশিয়েট করি। আপনারা জানেন, সব সময় জনসংখ্যার একটা ঘাটতি থেকে যায়। তারপরও আমরা কাজ করে যাচ্ছি। উন্নত দেশগুলোর বর্ডার গার্ড বাহিনীর মতো বিজিবিও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে উঠবে।’
মে. জে. আবুল হোসেন বলেন, ‘সশরীরে নজরদারি ছাড়াও বিজিবি এখন ইকুইপমেন্টের মাধ্যমে বর্ডার নজরদারি করার কার্যক্রম শুরু করেছে। আগে ৫১১ কিলোমিটার বর্ডার এলাকায় ক্যামেরা, টাওয়ার, ফ্লাড লাইট ও ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়ন করতে যাচ্ছি। বর্ডারে সার্ভিলেন্স ইউনিট করা হবে। আগে ৫৩৯ কিলোমিটার বর্ডার অরক্ষিত ছিল। তার মধ্যে ৪০২ কিলোমিটার বর্ডারে এরইমধ্যে বিওপি স্থাপন করা হয়েছে। আর ২০টি বিওপি স্থাপন করা হলে বাকি বর্ডারও নজরদারিতে চলে আসবে।’ 
বিজিবি মহাপরিচালক বলেন, ‘কর্মকর্তাদের সঙ্গে জওয়ানদের যে দূরুত্ব ছিল, সেটা এখন অনেকটা কমে গেছে। এটা আরও কমে আসবে। যখন কেউ মনের ভাব প্রকাশের সুযোগ পায় বা চাহিদা থাকলে সেটা পূরণ হয়ে যায়, তখন আর মানুষ বিদ্রোহী হয় না। তাই আমারা জওয়ানদের চাহিদা পূরণে সচেতন আছি। যেকোনও সময়ের চেয়ে এখন কর্মকর্তাদের সঙ্গে জওয়ানদের ভালো সম্পর্ক যাচ্ছে।’
পিলখানা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘জওয়ানদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে’, এমন প্রশ্নের জবাবে বিজিবি’র ডিজি বলেন, ‘অফিসারদের বলা হয়েছে জওয়ানদের কোনও কোনও সময় খারাপ সময় থাকে। সবসময় হয়তো সুন্দরভাবে কাজটা করতে পারে না। লিডার তখনই, যখন তার আন্ডার কমান্ড সন্তুষ্ট থাকবে। না হলে তাকে লিডার বলা হবে না। লিডার সেই হবে, যখন আন্ডার কমান্ড বুঝবে যে, এই লোকটা ভালো। কারণ সেই আমার ভালোমন্দের প্রতি নজর রাখে।’

বিজিবি’র ডিজি বলেন, ‘মানুষের কিছু বেসিক চাহিদা আছে। এই চাহিদাগুলো যখন পূরণ হয়ে যায়, মনের ভাবটা প্রকাশ করার সুযোগ হয়, তখন কিন্তু আর মানুষ বিদ্রোহী হয় না। আমাদের সুন্দর একটা পলিসি আছে, যাকে আমরা দরবার বলি। কারও যদি কোনও ব্যক্তিগত সমস্যাও থাকে, সেখানে আমরা কথা বলতে উৎসাহিত করি। এর মাধ্যমে তার না বলা কথা ও অভাবগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করি।’

‘বিজিবিকে যেকোনও বাণিজ্যিক কার্যক্রম থেকে দূরে থাকতে হবে’—আদালতের এমন পর্যবেক্ষণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি’র ডিজি বলেন, ‘বিজিবি’র কোনও সদস্যকে এখন /আর বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় না। ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে বিজিবি’র অবসরপ্রাপ্ত সদস্যরাই বাণিজ্যিক কাজ গুলো করে থাকেন।’ তিনি ডিজি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস আমাদের দরকার। সীমান্ত ব্যাংকের মাধ্যমে আমরা কিছু প্রজেক্ট করছি। ওদের কাছ থেকে যে বেনিফিট নেব, সেটা জিরো ধরতে পারেন। কিছু প্রজেক্ট করে দেবো, যেন সীমান্ত এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়। রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে হবে। বর্ডারের বিওপিগুলোকে আলোকিত করতে যাচ্ছি। সোলার ব্যবহার করছি। জনগণকে উদ্বুদ্ধ করছি।

 

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?