X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ঢাবির কয়েক শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১২
image

hamla

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের ওপর পটুয়াখালী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করার অভিযোগ পাওয়া গেছে ৷ শনিবার (২৪ ফেব্রুয়ারি) পটুয়াখালী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এ ঘটনা ঘটে বলে জানা যায়৷ 

জানা যায়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভলিবল টিমকে আমন্ত্রণ জানালে ঢাবি ভলিবল টিম সেখানে খেলতে যায়৷ সেমিফাইনাল ম্যাচ খেলার সময় পটুয়াখালী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি মোসায়দুল ইসলাম সাদী ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের নেতৃত্বে খেলোয়াড়দের ওপর হামলা চালানো হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন ৷

উভয় টিমের মধ্যে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় ৷ ৫ম সেটের খেলা চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিমের খেলোয়াড় সবাই আহত হয়েছেন বলে জানা যায় ৷ প্রথম ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় টিম জয়ী লাভ করে ৷ দ্বিতীয় ম্যাচে পটুয়াখালী বিশ্ববিদ্যালয় জয়ী লাভ করলে উভয় দল সমান পয়েন্ট পায়৷ এরপরে তৃতীয় ম্যাচ খেলা অনুষ্ঠিত হয় ৷ তৃতীয় ম্যাচে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় জয় লাভ করে ৷ তারপর চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয় ৷ এতে পটুয়াখালী বিশ্ববিদ্যালয় পুনরায় জয়ী লাভ করে ৷ এরপর পঞ্চম ম্যাচ চলাকালীন স্বাগতিকরা তাদের ওপর হামলা চালান বলে জানা যায় ৷

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি টিমের ম্যানেজার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিপক্ষ (পবিপ্রবি) টিমের ৬ জন খেলোয়াড়ের মধ্যে ৫ জনই ছিল আর্মি, পুলিশ ও আনসারের সদস্য এবং তারা কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় ৷ " 

তিনি আরও বলেন, ‘৫ সেটের খেলার এক পর্যায়ে ২-২ সেটে সমতা ছিল। তখন স্বাগতিক দলের সমর্থকরা আমাদের টিমের উপর হামলা করে। পাশেই কন্সট্রাকসনের কাজ চলছিল সেখান থেকে ইট, পাথরের টুকরা ছোঁড়া হয় আমাদের উপর। হামলার মুখে আমরা খেলা ছেড়ে দিতে বাধ্য হই।’

এ বিষয়ে ভুক্তভোগী ঢাবি টিমের খেলোয়ার সুজন শেখ বলেন, ‘হামলায় আমরা সবাই আহত হয়েছি এবং খেলা ছেড়ে দিতে বাধ্য হই। পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বেই আমাদের উপর হামলা করা হয়।" 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মোসায়দুল ইসলাম সাদী এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘সেখানে আমি সেক্রেটারি সহ ছাত্রলীগের সবাই ছিলাম। ওদের ওপর কোন হামলা হয়নি। ’

আহতেদের গায়ে আঘাতের চিহ্নের কথা উল্লেখ করা হলে তিনি বলেন, ‘ভলিবল খেলা ফোমের ওপর হয় না। এটা মাটিতে হয়। খেলতে গিয়ে পড়ে ওরা আঘাত পেয়েছে।’

এ বিষয়ে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ‘হোস্ট হিসেবে আমরা ওদের যতটুকু পারা যায় আপ্যায়ন করেছি। ছাত্রলীগের পক্ষ থেকে ওদের সব রকমের সাহায্য করেছি। ওরা পড়ে গিয়ে আঘাত পেয়েছে এবং নিশ্চিত পরাজয় বুঝতে পেরে খেলা ওয়াকওভার দিয়েছে।’

তিনি আরও দাবি করেন, ‘গতবার ঢাবিতে অনুষ্ঠিত খেলায় ওরা আমাদের টিমকে মাঠেই নামতে দেয়নি। আমরা কিন্তু এমন করিনি।’

এ ব্যাপারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.হারুন-উর-রশিদ বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। ঘটনাটা আমি শুনেছি।বিশ্ববিদ্যালয়ে ফিরে তদন্ত কমিটি গঠন করে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। এটি খুব নিন্দনীয় কাজ ৷ খেলার মূল উদ্দেশ্য হলো সম্প্রীতি বৃদ্ধি করা ৷  আমাদের  দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ফিরে আসলে তাদের সাথে আলোচনা করে আমারা ব্যবস্থা নেব।’

এসআইআর /এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫