X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দুর্নীতির গতি প্রতিরোধ করা যাচ্ছে না: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ যে গতিতে দুর্নীতি চলছে, সেই গতিতে দুর্নীতি প্রতিরোধ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তবে বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) আগের বছরের তুলনায় দুই ধাপ এগিয়ে আসাকে বড় অর্জন বলে অভিহিত করলেও এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) টিআই-এর দুর্নীতির ধারণা সূচক সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
টিআই-এর সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতির প্রসঙ্গ টেনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সূচকে অনেক দেশ মাত্র এক ধাপ এগিয়েছে, বাংলাদেশ সেখানে দুই পয়েন্ট পেয়েছে। এটা কম কথা নয়। তবে আত্মতুষ্টির কোনও সুযোগ নেই।’
বড় দুর্নীতিবাজরা পার পেয়ে যাচ্ছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘ছোট-বড় দুর্নীতিবাজ বলে কিছু নেই। দুর্নীতিবাজরা দুর্নীতিবাজই। ছোট-বড় বলাটা খারাপ উদাহরণ হবে। যেকোনও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান একই।’
দুর্নীতিবাজদের শাস্তির বড় কোনও দৃষ্টান্ত স্থাপন করা যাচ্ছে না—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘আমরা পারছি। দুদকের দায়ের করা ৩৭ ভাগ মামলায় শাস্তি হতো, এখন ৭৪ ভাগ মামলাতেই শাস্তি হচ্ছে। এটা ভালো দৃষ্টান্ত। ফলে দৃষ্টান্ত স্থাপন করতে পারছি না—এমন অভিযোগ সত্য নয়।’
সাংবাদিকরা বলেন, অনেকেই দেশের বাইরে সেকেন্ড হোম করে টাকা পাচার করছে বলে অভিযোগ পাওয়া যায়। এ প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, ‘এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। সামগ্রিকভাবে অনেক কিছু বলা যায়। কিন্তু কোনও একজন ব্যক্তি কোথাও বাড়ি বানিয়ে টাকা পাচার করছে—এটা সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তবে আমরা তালিকা করেছি। সেই তালিকায় মাত্র দুজন সরকারি কর্মকর্তার নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
দুর্নীতির ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাদের ছাড় দেওয়া হচ্ছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নকে উড়িয়ে দেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের অনেকের বিরুদ্ধেই তদন্ত চলছে। ক্ষমতাসীনদের চাপের মুখে মামলা উঠিয়ে নেওয়া হয়েছে—এমন নজির নেই। আমরা মানুষের পরিচয় দেখে তদন্ত কারি না, মামলা হয় দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে যাদের নাম পাওয় যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ফলে আমরা কোনও ক্ষেত্রেই অতি উৎসাহীও না, আবার উদাসীনও না।’
দুর্নীতি প্রতিরোধ করতে না পারার পেছনে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে কিনা—জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘সব রাজনৈতিক দলই নিজেদের ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে একাট্টা থাকার কথা বলেছে। ক্ষমতাসীন দলের সদস্যরাও সচিবদের সঙ্গে বৈঠকে এবং পাবলিক অনুষ্ঠানেও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। ফলে দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা নেই—এমন বলা যাবে না। তবে আমাদের আত্মতুষ্টির কোনও সুযোগ নেই। আমাদের দুর্বলতা আছে, স্বীকার করছি। তবে সেই দুর্বলতা অনেকটা কাটিয়ে উঠেছি, আরও কাটিয়ে উঠতে হবে।’
বেসিক ব্যাংকের দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘টাকা কোথায় গেছে, আমরা তদন্ত করছি। চাইলেই আমরা জোর করে তদন্ত শেষ করতে পারি না। টাকাটা অনেকগুলো হাতে ঘুরেছে। বাইরে থেকে অনেক কিছু বলা সম্ভব। কিন্তু ভেতরে এসে কাজ করতে গেলে বোঝা যাবে কতটুকু কঠিন এ কাজ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’

/আরজে/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া