X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার মতো সুপারিশ করবে না তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩

কমিটির সুপারিশ নিয়ে পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার মতো সুপারিশ করা হবে না বলে জানিয়েছেন ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত্র যাচাই-বাছাই কমিটি’র প্রধান মো. আলমগীর। রবিবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত্র যাচাই-বাছাই কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয় গঠিত এ কমিটি তৃতীয়দিনের মতো বৈঠক করে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর কমিটির বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর বলেন, ‘২০ লাখের বেশি পরীক্ষার্থীর স্বার্থ বিবেচনা করেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সুপারিশ করা হবে। আগামী ২/৩ দিনের দিনের মধ্যেই পুর্ণাঙ্গ সুপারিশ পেশ করা হবে।’

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস অব্যাহত থাকায় গত ৪ ফেব্রুয়ারি বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির জরুরি সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কমিটি গঠনের কথা জানান। গত ৬ ফেব্রুয়ারি কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের গঠিত ওই কমিটি গত ১১ ফেব্রুয়ারি প্রথম বৈঠক করে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে।

গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় বৈঠক শেষে কমিটির প্রধান জানিয়েছিলেন, একটি পরীক্ষার পুরো প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অন্য পরীক্ষার প্রশ্নপত্র আংশিক ফাঁস হয়েছে। একটি পরীক্ষা বাতিলের সুপারিশ করা হবে।  এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, ‘আমরা যেটা দেখেছি কোনও পরীক্ষায় ডিটেইলস ফাঁস হয়নি। গণমাধ্যমে যেটা এসেছে, আমরা দেখেছি কিছু কিছু অবজেকটিভ হয়েছে। এছাড়া আর হয়নি।’ 

প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘সুপারিশগুলো গোপনীয়, আপনারা জানেন সুপারিশ সব সময় গোপন থাকে। আমরা সরকারের কাছে সুপারিশ দেওয়ার পর তারা পর্যালোচনা করবে। সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা শুধু এটুকু বলতে পারি ২০ লাখ শিক্ষার্থীর স্বার্থের কথা চিন্তা করেই সুপারিশ করবো, সরকারও স্বার্থের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবে। এই শিক্ষার্থীরা কারা, এরা তো আমাদেরই সন্তান, আমাদের দেশের সন্তান। আমরা এমন কোনও সুপারিশ করবো না যেটা তাদের জন্য ক্ষতি হবে। আর সরকারও এমন কোন সিদ্ধান্ত নেবে না যাতে তাদের জন্য কষ্ট হয়। সবারটাই দেখতে হবে।’

কারিগরি ও মাদ্রাসা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তৃতীয় দিনের বৈঠকের পর কমিটির প্রধান মো. আলমগীর বলেন, ‘গণমাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছিল, তা পর্যালোচনা করেছি। তার সাপোর্টিংয়ে যে তথ্য-প্রমাণ দরকার তা আমরা সংগ্রহ করতে বলেছিলাম বোর্ড, বিটিআরসি ও পুলিশ বিভাগকে। তারা কিছু কিছু কাগজপত্র আমাদের দেখিয়েছে। পূর্ণাঙ্গ কাগজপত্র না পাওয়ায় আরও কিছু কাগজ পুলিশের কাছে চেয়েছি। আজকেই শেষ মিটিং।’
পরীক্ষা বাতিলের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘এটা তো গোপন জিনিস। পরীক্ষা তো একটা না ১২টা। অতএব ১২টির ১২ রকম সিদ্ধান্ত হতে পারে। কেমনে বলবো বাতিল হবে বা হবে না। বাতিলের সুপারিশ করা হতে পারে, তবে কয়টার করা হবে তা এখন বলা যাবে না। বাতিল হবে সেটাও বলবো না, হবে না সেটাও বলবো না।’ আগামী দু’তিন দিনের মধ্যে প্রতিবেদন পেশ করা হবে বলে জানান সচিব মো. আলমগীর।

পরীক্ষার্থী ও অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে সচিব বলেন, ‘ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাবেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই। শিক্ষার্থীরা আমাদেরই সন্তান, তাদের স্বার্থের কথা চিন্তা করেই আমরা সুপারিশ করবো। সরকার কিন্তু জনগণের সুখ-শান্তির জন্য উদ্বেগর জন্য নয়। উদ্বেগের কোনও কারণ নেই, যে সিদ্ধান্ত নেওয়া হবে তা জাতির স্বার্থে নেওয়া হবে।’

/এসএমএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)