X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মৃত্যুর কিছুক্ষণ আগেই নির্যাতনের কথা মা’কে জানিয়েছিল বাবলী

উদিসা ইসলাম
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩০

এবারের এসএসসি পরীক্ষার অংশ নিয়েছিলেন মেহিয়া আক্তার বাবলী। তবে সব পরীক্ষা শেষ করতে পারেননি, দুটি পরীক্ষা বাকি থাকার সময় গত ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরে লোকমান মিয়ার ভাড়া বাড়ির একটি রুম থেকে বাবলীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, বাবলীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় মা পারুল বেগম বাদী হয়ে  মির্জাপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

মেহিয়া আক্তার বাবলী মায়ের অভিযোগ, তার মেয়ে ঘটনার দিনই ঢাকা থেকে মির্জাপুরের ভাড়া বাসায় যান এবং রাত আটটা ১৭ মিনিটে মাকে টেলিফোনে জানায়, ঢাকা থেকে ফেরার পর থেকেই বাড়িওয়ালা ফাতেমা আক্তার, তার মেয়ে আছিয়া আক্তার খারাপ ব্যবহার করছে। সে আর সহ্য করতে পারছে না।

রবিবার বাবলীর মা পারুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েকে তখন বুঝিয়ে বললাম আর মাত্র দুটি পরীক্ষার পরই এই অত্যাচার শেষ হবে। তারপরও নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছিল, যে কারণে কিছুক্ষণের ভেতর মেয়ের আত্মহত্যার খবর এলো।’

এর আগে, ২০ ফেব্রুয়ারি বাবলি জোর করেই ঢাকায় মায়ের কাছে আসে। সে তখন মা’কে বলে, ‘আমি তোমার কাছে আসবো। কিছু কথা আছে কিন্তু তুমি খালাম্মাকে (বাড়িওয়ালা) জানিও না আমি তোমার কাছে যাচ্ছি।’ মা সেই কথা রেখেছিলেন। কিন্তু মেয়ে সেদিন ঢাকায় এসে মা’কে জানায়, বাড়িওয়ালা আর তার মেয়ে মিলে নানা ধরনের গঞ্জনা শোনায় তাকে। ভাত বেশি খাওয়া, বারবার খাওয়াসহ নানা ধরনের ছোট বিষয়ে তাকে কথা শোনায় বলে বাবলী জানিয়েছিল।

মা তখন তাকে বুঝিয়ে পরীক্ষা দিতে ২১ তারিখ আবারও মির্জাপুর পাঠিয়ে দেন। কিন্তু টাঙ্গাইলে পৌঁছানোর পরই বাবলী আবারও ফোন করে মা’কে জানায়, জয়া এবং তার মা তার ওপর মানসিক অত্যাচার করছে। সে আর সহ্য করতে পারছে না। তখন পারুল বাড়িওয়ালা জয়ার মায়ের কাছে ফোন করেন। তখন সে ফোন না ধরায় পাশের আরেকজনকে ফোন করেন।

এরপর সেই প্রতিবেশীকে বাবলীর মা বলেন, ‘খাওয়া বা থাকা বাবদ যে টাকা খরচ হয়েছে তার হিসাব দিলে তিনি ২৪ তারিখ মির্জাপুর গিয়ে সব পরিশোধ করে দিবেন। এটি যেন জয়ার মাকে জানিয়ে দেন।’ কিন্তু এরপরই খবর আসে বাবলীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ‘মধ্যরাতে পৌঁছে আমি আমার মেয়ের লাশ দেখতে পাই’, বলেন পারুল।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে মেহিয়া আক্তার বাবলী জন্মগ্রহণ করে ঢাকার সায়েদাবাদে। তার বাবার নাম বখতিয়ার রানা ও মা পারুল বেগম। বাবলীর বয়স যখন ৬ মাস তখন তার মুখ, কান, পা ও পায়ুপথে পাঁচদিন এসিড ঢেলেছিলেন তার বাবা। এ থেকে বেঁচে গিয়েছিলেন বাবলী। কিন্তু এসিডে বাবলীর একটি কান নষ্ট হয়ে যায়। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয় গলা, জিহ্বা ও মুখ।

পারুল বলেন, ‘এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির সহায়তায় পড়াশোনা চালিয়ে যাচ্ছিল বাবলী। ভর্তি হয়েছিলেন টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে। সেখানে হোস্টেলেই থাকতো বাবলী। মাস ছয়েক আগে নিয়ম ভেঙে পরোটা বানিয়ে খাওয়ায় বাবলীসহ আরও ৬ জনকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। তবে এসএসসি পরীক্ষার্থী হওয়ায় হোস্টেলের বাইরে থেকেই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় তাকে।’

পারুল বেগম বলেন, ‘এরপর জয়া ও তার মায়ের সঙ্গে বাবলী মির্জাপুরের একটি ভাড়া বাড়িতে থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সেখানেই নির্যাতনের ফলে আমার মেয়ে মারা গেছে।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবলীর মা পারুল বেগম বাদী হয়ে এ ঘটনায় মির্জাপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি ফাতেমা আক্তারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আছিয়া আক্তার জয়ার সম্পৃক্ততা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া আরেক আসামি ঢাকার ওয়ারী থানার হৃদয়ের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ হৃদয়ের সম্পৃক্ততার বিষয়ে তিনি আরও বলেন, ‘ছেলেটির সঙ্গে বাবলীর সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেদিন বাবলীর মায়ের সঙ্গেও তার কথা হয়েছিল।’ 

আরও পড়ুন: স্বপ্নপূরণ হলো না এসিডদগ্ধ বাবলীর

/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
ইরানের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর
ইরানের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর
ইসরায়েল থেকে বিমান আসা ও কেএনএফ নিয়ে যা বললো বিএনপি
স্থায়ী কমিটির প্রেস বিজ্ঞপ্তিইসরায়েল থেকে বিমান আসা ও কেএনএফ নিয়ে যা বললো বিএনপি
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান