X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আগামী এডুকেশন ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০১

আগামী এডুকেশন ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আগামী এডুকেশন ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান মেলা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। সম্প্রতি শেষ হয়ে যাওয়া আয়োজিত দিনব্যাপী বিজ্ঞান মেলায় রাজধানীর ৬টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলায় চমক লাগানো বিজ্ঞানের বিভিন্ন মডেলের উদ্ভাবন করে দেখিয়েছে আগামী এডুকেশন ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত স্কুলের শিক্ষার্থীরা।
মেলায় অংশগ্রহণকারী স্কুলগুলো হলো- আলোকশিশু শিক্ষালয়, বাংলাদেশ মহিলা সমিতি প্রাথমিক বিদ্যালয়, পেয়ারাবাগ প্রাথমিক বিদ্যালয়, নন্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়, সুরেরধারা পাঠশালা এবং সোহাগ স্বপ্নধারা পাঠশালা ।
‘লাইফ ইজ ফান’ প্রোগ্রামের আওতায় আয়োজিত এই বিজ্ঞান মেলায় প্রায় ৮০ জন শিক্ষার্থীর সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ হিসেবে মোট ১৭টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হয়।
বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করার পাশাপাশি তাদের বিজ্ঞানমনষ্ক করে তোলার মধ্য দিয়ে সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাশক্তি জাগ্রত করাই ছিল এই মেলার প্রধান উদ্দেশ্য।
আগামী এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাফিসা খানম আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার উপযোগিতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
মেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ মহিলা সমিতি প্রাথমিক বিদ্যালয় এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আলোক শিক্ষালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। নন্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়, সুরেরধারা পাঠশালা এবংসোহাগ স্বপ্নধারা পাঠশালা উক্ত তিন বিভাগে রানারা আপ হয়। আগামী এডুকেশন ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের বিচারকরা বিজয়ী প্রার্থীদের হাতে পুরস্কার প্রদান করেন।
বিজ্ঞান মেলার প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পানি পরিশোধন ফিল্টার, ধূমপান ও পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব, বায়ুর বৈশিষ্ট্য পরীক্ষা, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা এবং বায়োগ্যাস প্ল্যান্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব রসায়ন ও আনবিক জীববিদ্যা বিভাগের অধ্যাপক ড.জেবা ইসলাম সেরাজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন আগামী এডুকেশন ফাউন্ডশনের নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন প্রকল্পে নিয়োজিত কর্মকর্তারা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!