X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘তারা একেক সময় একেক কথা বলেন’

আমানুর রহমান রনি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৮

অভিজিৎ রায় (ফাইল ছবি)

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার ড. অভিজিৎ রায় হত্যা মামলার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তারা একেক সময় একেক কথা বলেন বলে মন্তব্য করেছেন অধ্যাপক অজয় রায় (অভিজিৎ রায়ের বাবা)। তবে পুলিশের দাবি, মামলার তদন্তে অগ্রগতি রয়েছে। গ্রেফতার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টাও চলছে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হয়ে টিএসসির কাছে এলে ড. অভিজিৎ রায়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপরও হামলা চালায় জঙ্গিরা। এতে রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রাক্তন শিক্ষক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি থানা পুলিশের পর গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন তদন্ত করলেও মাস তিনেক আগে সেটির তদন্তভার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।

তিন বছরেও অভিযোগপত্র না দেওয়া ও বিচারিক কার্যক্রম শুরু না হওয়ায় মামলার তদন্তের অগ্রগতি নিয়ে অজয় রায় সন্তুষ্ট নয় বলে রবিবার বিকালে বাংলা ট্রিবিউনকে জানান। তিনি বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এসেছিলেন। তিনি আমাকে জানিয়েছেন, অগ্রগতি হচ্ছে। তবে তারা একেক সময় একেক কথা বলছেন। এ নিয়ে আমাদের আর কিছু করার নেই। এখন তদন্ত কর্মকর্তা, পরে আদালত যা করবেন তাই হবে।’

অজয় রায় আরও বলেন, ‘তদন্তের অগ্রগতি নিয়ে সবার মতো আমিও খুশি না। ঘটনার পর এফবিআইও (মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা) আমার সঙ্গে দুই দফায় কথা বলেছে। তারাও কাজ করেছে। পুলিশ চেষ্টা করছে। তারাই জানাতে পারবে আসলে অগ্রগতিটা কী হচ্ছে।’

এদিকে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আলোচিত এই হত্যাকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জড়িত। এই ঘটনায় সরাসরি জড়িত –এমন তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তের অগ্রগতির বিষয়ে রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে কথা বলেন সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘অভিজিৎ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে র‌্যাব সাতজনকে গ্রেফতার করেছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে এখন পর্যন্ত তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আমরা যে তিনজনকে গ্রেফতার করেছি, তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমাদের তদন্ত ও তাদের জবানবন্দির ভিত্তিতে আমরা জানতে পেরেছি, অভিজিৎ হত্যার সময় ঘটনাস্থলে জিয়া উপস্থিত ছিল। দুটি ভাগে বিভক্ত হয়ে মোট ৯ জন এই হত্যাকাণ্ডে অংশ নেয়।’

অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় বইমেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজন খুনিকে শনাক্ত করা হয়। এর মধ্যে একজন মুকুল রানা, যে ২০১৬ সালের ১৮ জুন রাজধানীর খিলগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এরপর ওই বছরের ২১ আগস্ট সিসিটিভির ফুটেজ থেকে ৬ জনের ছবি প্রকাশ করে পুলিশ। গত বছরের ৬ নভেম্বর মোহাম্মদপুর এলাকা থেকে আবু সিদ্দিক সোহেল, ১৮ নভেম্বর তুরাগের বাউনিয়াবাঁধ এলাকা থেকে মোজাম্মেল হোসেন সায়মন ওরফে শাহরিয়ার এবং ২৫ নভেম্বর আমিনবাজার এলাকা থেকে আরাফাত রহমান নামে আরেক জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া এই তিনজনই অভিজিৎ হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মনিরুল ইসলাম বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জিয়াসহ ৫ জন এখনও পলাতক আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তাদের ধরতে না পারলেও আমরা শিগগিরই অভিযোগপত্র (চার্জশিট) জমা দেবো।’

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ