X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সেই দু’টি কোর্স বাধ্যতামূলক হলো দেশের সব বিশ্ববিদ্যালয়ে

রশিদ আল রুহানী
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৬

ইউজিসি দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অভ্যুদয়, ইতিহাস, ভাষা ও সাহিত্য বিষয়ে না পড়ানোর কারণে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ভাষাপ্রেমের ঘাটতি রয়েছে মনে করেন শিক্ষাবিদরা। বিষয়টি নিয়ে গত ২০১৬ সালের ৯ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৪৪তম পূর্ণ কমিশন সভায়ও আলোচনা করা হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয়গুলোর সব বিভাগে বাধ্যতামূলকভাবে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং বাংলা ভাষা ও সাহিত্য শীর্ষক কোর্স চালুর বিষয়ে কমিশনের সব সদস্য একমত পোষণ করেন। পাশাপাশি এই দু’টি কোর্স পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে এই বছর (২০১৮) শুরু হওয়া সেমিস্টারে এই দু’টি কোর্স চালু করা হয়েছে। ইউজিসি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর বাংলা ট্রিবিউনে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাধ্যতামূলক পড়তে হবে শিক্ষার্থীদের’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

জানা গেছে, ২০১৭ সালের শেষদিকে কোর্স দু’টির কারিকুলাম চূড়ান্ত করা হয়। পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে এই সেশন থেকেই ওই দু’টি কোর্স পড়ানোর জন্য চিঠি দেয় ইউজিসি। ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটি স্নাতক কোর্সে কারিকুলামের সঙ্গে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ ২ ক্রেডিট ও ‘বাংলা ভাষা ও সাহিত্য’ ২ ক্রেডিট করে দেওয়াসহ সপ্তাহে অন্তত ২টি ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ দু’টি  কোর্স বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে পড়ানো শুরু হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘জবির সর্বশেষ চালু হওয়া সেমিস্টার থেকেই ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ কোর্সটি কারিকুলামের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে ‘বাংলা ভাষা ও সাহিত্য’ কোর্সটি আগামী সেমিস্টার থেকে যুক্ত করা হবে।’’

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে জাতি তার নিজের দেশ ও সংস্কৃতির ইতিহাস সম্পর্কে জানে না,  সে জাতি উদ্বাস্তুর মতো। ফলে দেশের তরুণ প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানানো আবশ্যক। আর এরই পরিপ্রেক্ষিতে গত কয়েকবছর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে এই কোর্স দু’টি আবশ্যিকভাবে পড়াতে হবে। এরই পরিপ্রেক্ষিতে এ বছর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোয় কোর্স দু’টি কারিকুলামের সঙ্গে যুক্ত করা হয়েছে।’

ইউজিসির চেয়ারম্যান আরও বলেন, ‘‘আমরা গতকাল (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অধ্যাপক মুনতাসীর মামুন ও অধ্যাপক মো. মাহবুবর রহমান রচিত ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বইটির একটি কপি তুলে দিয়েছি। ‘বাংলা ভাষা ও সাহিত্য’ শিরোনামের বইটি অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক সৌমিত্র শেখর সংকলন করেছেন। এই বই দু’টি আগামী মার্চে বাজারে আসবে বলে জানা গেছে।’’

অধ্যাপক মুনতাসীর মামুন তার রচিত ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বইটির ভূমিকায় লিখেছেন, ‘‘আমরা দীর্ঘদিন ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ বিষয়টি অবশ্যপাঠ্য করার জন্য দাবি জানিয়েছিলাম। আমরা মনে করেছি, জাতীয় ইতিহাস না পড়লে একজন শিক্ষার্থী দেশ সম্পর্কে প্রায় কিছু না জেনেই ডিগ্রি পাবেন। তিনি জানবেন না স্বাধীনতার পটভূমি মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের গুরুত্ব। ১৯৭১ সালের ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ, পাঁচ লাখের কাছাকাছি নারীর আত্মত্যাগের (সরকারি হিসাব দু’লাখ) বিনিময়ে অর্জিত হয়েছিল একটি অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই না জানার ফলেই গত তিন দশকে নতুন জেনারেশন মেনে নিয়েছে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যেখানে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা কয়েকটি শব্দ মাত্র। আর এ কারণেই দেশে উদ্ভব হয়েছে জঙ্গি মৌলবাদের। বিরোধিতা করা হচ্ছে মানবতাবিরোধী অপরাধের বিচারের। তাছাড়া জাতীয় ইতিহাস না জানলে নতুন প্রজন্ম হয়ে পড়বে শেকড়হীন।’’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে