X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাবি শিক্ষার্থী রফিকের ওপর হামলার ঘটনায় ৭ জনকে বহিষ্কারের সুপারিশ

ঢাবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৪

আহত এহসান রফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এহসান রফিকের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এদের সবাই বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র এবং হল শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা। তাদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারও করা হচ্ছে।
এরা হচ্ছে মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ওমর ফারুক (সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক), লোকপ্রশাসন বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র ফারদিন আহমেদ (হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রুহুল আমিন (হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক), সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সামিউল ইসলাম সামি (হল শাখা ছাত্রলীগ কমিটির সদস্য), দর্শন দ্বিতীয় বর্ষের ছাত্র আহসান উল্লাহ (হল শাখা ছাত্রলীগের কমিটির সদস্য), উর্দু দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মেহেদি হাসান হিমেল (হল শাখা ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র মো. আরিফুল ইসলাম।
এদের মধ্যে মো. ওমর ফারুককে ঢাবি থেকে স্থায়ীভাবে, মো. আরিফুল ইসলামকে এক বছর ও বাকিদের দুই বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে তাদের আজ দুপুরে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি তাদের সবাইকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আগামীকাল সিন্ডিকেট এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি নিজের ধার দেওয়া ক্যালকুলেটর ফেরত চাওয়ায় সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের নেতাকর্মীরা এহসান রফিকের ওপর হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। চিকিৎসক বলেছেন, এহসানের চোখের কর্নিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় হল প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে এ ঘটনার অভিযুক্তদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ ৷

/এআর/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা