X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়েছিল হামলাকারীসহ দুই বহিরাগত

জাহিদ হাসান, শাবি
০৫ মার্চ ২০১৮, ১০:৩৭আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২০:১২

পুলিশের পাহারার মধ্যেই জাফর ইকবালের উপর হামলা মঞ্চে সোফায় বসে আছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। তার ডানপাশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম, বামপাশে খানিকটা দূরে সিএসই বিভাগেরই আরেক শিক্ষক সাদিয়া সুলতানা। আর জাফর ইকবালের ঠিক পেছনেই দাঁড়িয়ে হামলাকারী ফয়জুর হাসান ওরফে ফয়জুল ওরফে শফিকুর। তার ডানপাশেই দাঁড়ানো আরও একজন বহিরাগত।

শনিবার (৩ মার্চ) বিকালে শাবির ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের ফেস্টিভ্যাল চলাকালে মঞ্চের অবস্থা ছিল এমনই। এর কিছুক্ষণ পরই ওই মঞ্চেই পেছনে থাকা ফয়জুলের হামলার শিকার হন ড. জাফর ইকবাল। এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে ড. জাফর ইকবালের ওপর হামলা করে ফয়জুল। পরদিন রবিবার (৪ মার্চ) হামলার আগে মঞ্চের ওই মুহূর্তের ছবিটি এসে পৌঁছে বাংলা ট্রিবিউনের এই প্রতিনিধির হাতে।

বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে জানা যায়, ছবির ওই মুহূর্তে মঞ্চে সোফায় জাফর ইকবালের ডানে বসে থাকা পাঁচজনের সবাই শিক্ষক। এরমধ্যে সর্বডানে রয়েছেন শাবির গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী, এখন নর্থ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান সাগর। তার বামে থাকা চারজনই শাবির শিক্ষক। তারা হলেন (বাঁ থেকে) সিএসই বিভাগের মেহেদী হাসান নাহিদ, ট্রিপল ই বিভাগের আরিফ আহমেদ, একই বিভাগের কামরুজ্জামান খান প্রিন্স ও জাফর ইকবালের ঠিক ডানে সিএসই বিভাগের মো. সাইফুল ইসলাম।

ছবিতে জাফর ইকবালের বাম দিকে রয়েছে সিএসই বিভাগের আরেক শিক্ষক সাদিয়া সুলতানা। তার বাম পাশে থাকা বাকি দুজনই শাবির শিক্ষার্থী। তারা হলেন— তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ওমর ফারুক স্বপন ও চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আফজাল হোসাইন।

মঞ্চে হামলাকারী ফয়জুলের (৯ নম্বর)অবস্থান, শার্ট পরা এক বহিরাগত (৭ নম্বর)

শাবির বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ছবির ওই মুহূর্তে মঞ্চে থাকা ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়েছে।

ছবিতে মঞ্চের নিচে সামনের দিকে বসে থাকা পাঁচজনই ট্রিপল ই বিভাগের শিক্ষার্থী। আর সোফাতে বসে থাকা শিক্ষকদের পেছনের সারিতে দাঁড়ানো ব্যক্তিদের মধ্যে জাফর ইকবালের ঠিক পেছনেই রয়েছে ফয়জুল। তার ডানপাশে একজন পরই রয়েছেন আরও এক বহিরাগত, তার কোনও পরিচয় জানা যায়নি। ফয়জুলের ঠিক ডানে দাঁড়ানো শাবির এক শিক্ষার্থী, অন্য বহিরাগতের ডানেও দাঁড়ানো শাবির আরেক শিক্ষার্থী। তার ডান পাশে তিনজন পুলিশ অবস্থান নেওয়া।

এদিকে, ফয়জুলের ঠিক বামে দাঁড়িয়ে শাবির ফুডকোর্টের কর্মচারী রাহী। তার বাম পাশে যারা দাঁড়িয়ে, তারাও সবাই শাবির ট্রিপল ই বিভাগের শিক্ষার্থী।

শাবির সিএসই বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম (ছবিতে জাফর ইকবালের ঠিক ডানে বসা) বলেন, ‘ডানপাশে বসে থাকা সবাই শিক্ষক। এর মধ্যে সবচেয়ে ডানে যে সে নর্থ-ইস্ট ইউনিভার্সিটির শিক্ষক হলেও আমাদের এখানকার গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী। আর আমার বামেই তো জাফর ইকবাল স্যার। তার বামপাশে ছিলেন শিক্ষক সাদিয়া সুলতানা। তার পাশের দুজন অবশ্য শিক্ষক নয়, ট্রিপল ই বিভাগের দুই শিক্ষার্থী তারা।

এই ছবি তোলার কিছুক্ষণ পরই ফয়জুলের হামলার শিকার হন জাফর ইকবাল। সঙ্গে সঙ্গে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিকভাবে তিনি আশঙ্কামুক্ত।

এদিকে, হামলার পরপরই শিক্ষার্থীরা ফয়জুলকে ধরে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল র‌্যাবকে জানিয়েছে, ‘ইসলামের শত্রু’ মনে করায় সে জাফর ইকবালকে হত্যার লক্ষ্যে হামলা করেছে। ফয়জুলের সঙ্গে কোনও ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা—তা জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ছবিতে শনাক্তকরণ

ইইই বিভাগ

১. রাগিব শাহরিয়ার শুভ- পড়াশুনা শেষ

২. সাজিদ হাসান- (৪/২) চতুর্থ বর্ষ ২য় সেমিস্টার

৩. মুহিবুল ইসলাম- ৪/২

৪. প্রয়াশ

৫. ফাইজ নুজতাদ রহমান-৪/২

৬. ক্যাম্পাসের স্টুডেন্ট, তবে নাম জানা যায়নি

৭. বহিরাগত

৮. ক্যাম্পাসের স্টুডেন্ট, নাম জানা যায়নি

৯. হামলাকারী ফয়জুল

১০. শাবির ফুডকোর্টের কর্মচারী রাহী

১১. রাশেদ আব্দুল্লাহ -৩/১

১২. শাহরিয়ার তানভীর-৩/২

১৩. নিশাত তাসনিম মিতু-৩/১

১৪. ইমন দাশ

বসা আছেন যারা

১৫. সাইদুর রহমান সাগর (নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষক), শাবির সাবেক শিক্ষার্থী গণিত বিভাগ

১৬. মেহেদী হাসান নাহিদ- শিক্ষক, সিএসই বিভাগ, শাবি

১৭. আরিফ আহমেদ- শিক্ষক, ইইই বিভাগ, শাবি

১৮. কামরুজ্জামান খান প্রিন্স- শিক্ষক, ইইই বিভাগ, শাবি

১৯ মো. সাইফুল ইসলাম, শিক্ষক, সিএসই বিভাগ, শাবি (জাফর স্যারের ডানে বসা)

২০. জাফর স্যার

২১. সাদিয়া সুলতানা – শিক্ষক, সিএসই বিভাগ, শাবি (জাফর স্যারের বামে বসা)

২২. ওমর ফারুক স্বপন- ৩/১

২৩. আফজাল হোসাইন-৪/১

 

/এমএ/টিআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি