X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভর্তি জালিয়াতি: জবি’র আরও ৩ শিক্ষার্থীকে থানায় সোপর্দ

জবি প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ১৯:২৯আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৯:৪৪

জবিতে ভর্তি জালিয়াতির অভিযোগের আটক তিন শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে আরও তিন শিক্ষার্থীকে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টাকার বিনিময়ে তিন শিক্ষার্থীর হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ‘প্রক্সি পরীক্ষার্থীরা’। আজ মঙ্গলবার (৬ মার্চ) এই তিন শিক্ষার্থীকে আটক করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এ নিয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় চার জনকে পুলিশে সোপর্দ করা হলো। এর আগে, গত রবিবার (৪ মার্চ) এলিন শেখ নামে লোক প্রশাসন বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে কোতয়ালি থানায় সোপর্দ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটক তিন শিক্ষার্থী হলেন— জবি লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী দিনাজপুর জেলার বীরগঞ্জের রাজু আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রংপুরের মো. আশিকুর রহমান ও ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুরের কালাম আহমেদ। ভর্তি পরীক্ষায় দুই লাখ টাকার বিনিময়ে তাদের হয়ে অন্যরা অংশ নিয়েছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থী— রাজু আহমেদ, মো. আশিকুর রহমান ও কালাম আহমেদ নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষায় অংশ নিয়ে আসছিলেন। পরে পরিচয়পত্র তৈরির সময় তারা বিশ্ববিদ্যালয়ের আইটি শাখায় ছবি জমা দিলে একাডেমিক শাখায় থাকা ছবির সঙ্গে গরমিল পাওয়া যায়। আইটি শাখায় তাদের প্রকৃত ছবি থাকলেও একাডেমিক শাখায় অন্য শিক্ষার্থীর ছবি ছিল।
এ সময় তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রাথমিক ‘প্রক্সি পরীক্ষার্থী’র কথা স্বীকার করেন। তারা জানান, সাঈদ নামের এক শিক্ষার্থী তাদের দুই লাখ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলেন। সেই অনুযায়ী, ২০১৭-১৮ সেশনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তাদের হয়ে ‘প্রক্সি পরীক্ষার্থীরা’ অংশ নেন। তিন শিক্ষার্থীর দাবি, সাঈদের বাড়ি ঠাকুরগাঁও এবং সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তাদের দেওয়া এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিন শিক্ষার্থীর মোবাইল ও মূল সনদপত্র জব্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করে পুলিশে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তিন শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিন শিক্ষার্থী এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি।’ তিন শিক্ষার্থীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানান তিনি।
এদিকে, ভর্তি পরীক্ষায় জালিয়াতির কারণে রবিবার আটক এলিন শেখকে দুই দিনের রিমান্ড নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মশিউর রহমান।
আরও পড়ুন-
তিন শিক্ষা বোর্ডে যারা সচিব, তারাই চেয়ারম্যান
যে কারণে ফুল ফুটলো না ডিএসসিসি’র সড়ক ডিভাইডারে

যে কারণে ফুল ফুটলো না ডিএসসিসি’র সড়ক ডিভাইডারে

/টিআর/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া