X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাজারের ব্যাগে পাওয়া গেলো আত্মসাতের ৯২ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ১৪:০৯আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৫:৩৭

উদ্ধারকৃত টাকা-১ জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণের নামে আত্মসাৎ করা  টাকার মধ্যে ৯২ লাখ টাকা কিশোরগঞ্জ জেলার হিসাবরক্ষণ অফিসের অডিটরের বাসা থেকে উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ মার্চ) রাত ১২টার দিকে দুদক টিমের সদস্যরা কিশোরগজ্ঞ শহরের হারুয়া এলাকার কাতিয়ারচর খুরশীদের মাঠ সংলগ্ন কিশোরগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসায় অভিযান চালায়। এ সময় আত্মসাৎ করা পাঁচ কোটি টাকার মধ্যে ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়।

দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ টিম এই টাকা উদ্ধার করে। তদন্ত টিমের সদস্যরা আত্মসাৎ করা টাকা উদ্ধারের জন্য দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও মো. সৈয়দুজ্জামানের পরিবারের সদস্যদের  উপস্থিতিতে দুদক কর্মকর্তারা মো. সৈয়দুজ্জামানের বাসায় লুকানো বাজারের ব্যাগ থেকে টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত টাকা মঙ্গলবার রাতেই কিশোরগঞ্জ মডেল থানার জিম্মায় রাখা হয়েছে। আজই আদালতের অনুমতি সাপেক্ষে উদ্ধারকৃত ৯২ লাখ টাকা সরকারি ট্রেজারিতে জমা রাখা হবে। দুদকের ইতিহাসে এই প্রথম এত বেশি পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে।

এই বস্তার মধ্যে ছিল টাকা দুদক সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি মো. সেতাফুল ইসলাম, কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে জেলা হিসাবরক্ষণ অফিস ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগটি দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

ওইদিনই দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডলকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। পরবর্তীতে অনুসন্ধান প্রতিবেদনের আলোকে দুদকের অনুমোদন সাপেক্ষে ময়মনসিংহ  সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে সেতাফুল ইসলামের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই মামলার আসামি বর্তমান পিরোজপুর জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামকে পিরোজপুর সার্কিট হাউস এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তের স্বার্থে আদালতে তাকে  জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়। তদন্তের স্বার্থেই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

 

/আরজে/এসটি/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা