X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাঠ্যক্রমে জঙ্গিবাদ: মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ১৬:০৩আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৬:২০

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে মন্ত্রণালয়ের শোকজ মাদ্রাসার পাঠ্যবইয়ে জঙ্গিবাদ উসকে দেওয়ার অভিযোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যাহকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শাখা। স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) মাদ্রাসা ইউনিটের আহ্বায়ক আবু নাঈম মো. মোস্তাফিজুর রহমানের অভিযোগ আমলে নিয়ে সোমবার (৫ মার্চ) কারণ দর্শানোর ওই নোটিশ পাঠানো হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবদুল খালেকের সই করা চিঠিটি এরই মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশও করা হয়েছে।
অধ্যাপক ছায়েফ উল্যাহর বিরুদ্ধে লিখিত অভিযোগে বলা হয়েছে, অধ্যাপক ছায়েফ উল্যাহর জামায়াতপ্রীতির কারণে মাদ্রাসা পাঠ্যক্রমে এখনও জঙ্গিবাদের উপাদান রয়ে গেছে। মাদ্রাসার বইয়ের মধ্যে জঙ্গিবাদ উসকে দেওয়া, হাদিসের ভুল ব্যাখ্যাসহ অসংখ্য ভুল রয়েছে।
সম্প্রতি বোর্ডের চেয়ারম্যানের অভিযোগটি আমলে নিয়ে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মতামত জানতে চেয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষের জন্য ছপানো মাদ্রাসার চারটি বইয়ের বিভিন্ন স্থানে জঙ্গিবাদ উসকে দেওয়া, হাদিসের ভুল ব্যাখ্যাসহ অসংখ্য ভুল আছে বলে মন্ত্রণালয়ে অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানই পাঠ্যবইয়ের ভুলের মূল হোতা। শিক্ষাবোর্ডের চেয়ারম্যানও বইগুলোতে কোনও ভুল নেই বলে দাবি করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। অথচ শিক্ষামন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শাখা মাদ্রাসা বোর্ডের সেই চারটি পাঠ্যবই যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পেলে সারাদেশে বিতরণ হওয়া ২৪ লাখ বই প্রত্যাহারের নির্দেশনা দেয়। এতে সরকারের গচ্চা যায় প্রায় ১০ কোটি টাকা।
এ বিষয়ে জানতে স্বাশিপের মাদ্রাসা এই ইউনিটের আহ্বায়ক আবু নাঈম মো. মোস্তাফিজুর রহমানের মোবাইলে কল করা হলে তাকে পাওয়া যায়নি। স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাশিপের মাদ্রাসা ইউনিট থেকে কে অভিযোগ করেছে, সেটা জানা নেই। তবে মন্ত্রণালয়ে অভিযোগটি যাওয়ার পর আমি বিষয়টি জানতে পেরেছি। তাছাড়া এটাও সত্য যে, বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ গিয়েছে তার সবই সত্য । তারপরও মন্ত্রণালয় যেকোনও অভিযোগ তদন্ত করবে, এটাই স্বাভাবিক।’
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ছায়েফ উল্যাহকে বুধবার দুপুরে একাধিকবার ফোন করা হলে তিনি মেসেজ দিয়ে জানান, ব্যস্ত আছেন। কথা বলতে পারবেন না। কোনও প্রশ্ন থাকলে মেসেজ করতে বলেন। পরে তার কাছে এ বিষয়ে জানতে চেয়ে মেসেজ দেওয়া হলে তিনি কোনও উত্তর দেননি।

/আরএআর/এসএসএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী