X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভর্তিতে জিপিএ-৫ থাকবে কিনা, ভাবছে সরকার

এস এম আববাস
০৭ মার্চ ২০১৮, ১৯:৪০আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৯:৪৫

শিক্ষা সচিব সোহরাব হোসাইন (ছবি: মাধ্যমিক শিক্ষা অফিসার্স ওয়েব পোর্টাল থেকে সংগৃহীত) বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জিপিএ-৫ প্রি-কোয়ালিফিকেশন হিসেবে যোগ না করার বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। বুধবার (৭ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠক শেষে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জিপিএ-৫ প্রি-কোয়ালিফিকেশন হিসেবে গ্রহণ করার বিষয়ে ভিন্নমত দিয়ে সোহরাব হোসাইন বলেন, ‘ভর্তিতে জিপিএ-৫ প্রিভিয়াস নম্বর হিসেবে যোগ না করে সরাসরি পরীক্ষা নিয়ে ফলের মাধ্যমে ভর্তি করানো যায় কিনা তা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘পরীক্ষার্থীরা জিপিএ-৫ না পেয়ে ভর্তি হতে পারছে না। অভিভাবকরাও মরিয়া হয়ে উঠছেন। কারণ, জিপিএ-৫ না পেলে তাদের সন্তান তো কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ই হোক অথবা যেকোনও বিশ্ববিদ্যালয়ই হোক জিপিএ-৫ প্রি-কোয়ালিফিকেশন হওয়ার কারণে অনেকেই ভর্তি হওয়ার ক্ষেত্রে সুযোগ পাচ্ছে না। এটা নিয়ে ভাবা দরকার আছে। প্রিভিয়াস নম্বর হিসেবে যোগ না করে সরাসরি পরীক্ষা নেওয়া যায় কিনা ভাবতে হবে। এছাড়া, গুচ্ছ পরীক্ষা নিয়েও একটি আলোচনা রয়েছে।’

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা মনে করছেন, জিপিএ-৫ পাওয়ার নিশ্চয়তা পেতেই প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় অভিভাবকরা পর্যন্ত যুক্ত হচ্ছেন। ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা মহামারি হিসেবে দেখা দিয়েছে।

এ বিষয়ে সচিব বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে একটি সুনির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বন্ধ করা যাবে না। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সব মিলিয়ে সবার প্রচেষ্টা যদি থাকে, তাহলে সম্ভব হবে।’

বুধবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সোহরাব হোসাইন ছাড়াও অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) অরুনা বিশ্বাস, অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ প্রমুখ।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া