X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গ্যাসের আগুনে পুড়েছে দুই বোনের সংসার

তাসকিনা ইয়াসমিন
০৯ মার্চ ২০১৮, ১৮:২৮আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৮:৩৩

 

 

আগুনে দগ্ধ রিনা বেগম ও আব্দুল মালেক রিনা বেগম ও আরজু বেগম। এ দুই বোনের বাড়ি ভোলা জেলায়। সেখান থেকে জীবিকার তাগিদে তারা ঢাকায় আসেন। একসঙ্গে থাকবেন বলে কল্যাণপুরে একটি ফ্ল্যাটে ভাড়ায় ওঠেন। সেখানেই কাটছিল তাদের স্বামী ও সন্তানদের নিয়ে সুখের জীবন। কিন্তু সব পুড়িয়ে দিলো সিলিন্ডারের বিস্ফোরণ! ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আইসিইউতে ভর্তি আছেন আরজু বেগম। রিনার মেয়ে ফাতেমা বৃহস্পতিবার (৮ মার্চ) মারা গেছে।

গত বুধবার (৭ মার্চ) গ্যাসের আগুনে দগ্ধ হয় পাঁচজন। তারা হলেন ফ্ল্যাটের বাসিন্দা মো. আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রিনা বেগম (৩০) ও মেয়ে আফরিদা আকতার ফাতেমা (১১ মাস), রিনার বোন আরজু বেগম (২৮) এবং আরজুর স্বামী রফিকুল ইসলাম (৩৬)।
শুক্রবার (৯ মার্চ) রিনা ও আরজুর মামাতো ভাই মোহাম্মদ জিন্নাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্যাসের চুলায় রান্নার জন্য আগুন ধরিয়েছিল। বাচ্চারা খেলতে খেলতে অ্যারোসলের স্প্রে (মশার ওষুধ) করে। স্প্রেটা তখনও ছড়িয়েছিল। যেই চুলা জ্বালিয়েছে সঙ্গে সঙ্গে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন ধরে গেছে। বাড়ির অন্য সদস্যরা তখন দৌঁড়ে এসেছে। ছোট মেয়েটা বড় বোনের কোলে ছিল। ও তো গতকাল (বৃহস্পতিবার) মারা গেছে।’
তিনি বলেন, ‘ডাক্তার বলেছেন, বোনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। একদিন পর আজকে আমাদের সাথে আমার বোন কথা বলেছে। ওর কোনও ড্রেসিং, কিচ্ছু করাচ্ছে না। এটা নিয়ে আমরা খুব মনোকষ্টে আছি।’

মোহাম্মদ জিন্নাহ অভিযোগ করে বলেন, ‘কোনও একটা নার্স নাই, ডাক্তার নাই। সব যার যার মতো চলে গেছে। এখানে রোগী মরলেও তাদের কিছু আসে যায় না! এখানে রোগীর এত অযত্ম করে, কিন্তু মানুষ ভয়ে কিছু বলে না।’
তিনি বলেন, “আমি বোনের কোনও ট্রিটমেন্ট দেখছি না। নার্সকে বলেছি যে, ‘আমার বোনকে দেখেন’। নার্স বলে যে, ‘তোমার কথা মতো চলব নাকি’। এরা সরকারের কাছে বেতন নিচ্ছে, সবকিছু পাচ্ছে, কিন্তু চিকিৎসা ঠিকমতো দিচ্ছে না। সবকিছু বাইরে থেকে কিনে আনতে বলছে।”
বড় বোন রিনার স্বামী আব্দুল মালেক বলেন, ‘আমি নিজেই ওকে (শ্যালিকা) বিয়ে দিয়েছি। আমার হাতেই সবকিছু। তার এই কষ্ট চোখে দেখা যায় না!’
আব্দুল মালেক নিজেও মারাত্মক আহত । তার মুখমণ্ডল, বুক, পেট, দুই হাত, পা পুড়ে গেছে। তিনি বলেন, ‘আমাকে অবজারভেশন রুমের চিকিৎসক বলেছিলেন, পাঁচ শতাংশ বার্ন হয়েছে। পরে ভর্তি করার পর চিকিৎসক বলেছেন, আমার ১৫ শতাংশ বার্ন হয়েছে।’

আব্দুল মালেক বলেন, ‘আমি শক্ত আছি। আমার এই অবস্থার মধ্যেই মেয়েকে নিয়ে গিয়ে মাটি দিলাম। আমার মেয়ে কত আদরের মেয়ে! আমার আম্মাকে (মেয়ে) আমি এত ভালো বাসতাম! সকালে ৭টায় আমি অফিস যাই। তার আগেই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়তো। আজ আমার আদরের সেই মেয়েটাই নাই! আমি মেনে নিতে পারছি না!’
তিনি আক্ষেপ করে বলেন, ‘সরকারি হাসপাতাল হিসেবে এখানে রোগীর প্রতি যত্ম খুব কম।’
রিনা বেগম বলেন, “মেয়েকে ভর্তি করেছি রাত ১১টা-সাড়ে ১১টার দিকে। পরের দিন দুপুর একটার দিকে মারা গেছে। মেয়েকে রক্ত দিচ্ছিল। সিস্টার রক্ত সরিয়ে নিয়েছে। আমি বলছি, ‘আমার মেয়ের সেন্স নেই কেন?’ সিস্টার বলছে যে, আমার মেয়ে আর নাই। আমার মেয়ে মারা গেছে।”
আরজু বেগম ও রফিকুল ইসলামের সাড়ে চার বছরের ছেলে সিহাম বলে, ‘আমি পাশের ঘরে খেলছি। হঠাৎ দেখি আগুন আর আগুন। আম্মু পুড়ে গেছে।’
এই ছোট্ট ছেলেকে সামলানো যাচ্ছে না। সে তার মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করছে বলে জানান মোহাম্মদ জিন্নাহ।
রিনা বলেন, ‘বাচ্চাকে তো একটু দুধ খেতে দেয়। সেটাও দেয়নি। সরকারি মেডিক্যালে গত তিন দিনে আমাদের কাছ থেকে এক থেকে দেড় লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। কিছুক্ষণ পরপর বাইরে থেকে ওষুধ আনতে লিখে দেয় আর আমরা ওষুধ কিনে আনি। সরকারি হাসপাতাল থেকে একটা ওষুধও দেয় না।’
এ প্রসঙ্গে হেলথ রাইটস মুভমেন্ট ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ড. রশীদ-ই-মাহবুবের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, ‘আইসিইউতে যেসব ওষুধ লাগে সেগুলো খুব দামি হয়। যে কারণে হাসপাতালকে সেভাবে বরাদ্দ দেওয়া থাকে না। সাধারণত রাষ্ট্রীয় কোনও বড় ধরনের ক্রাইসিস হলে তখন রাষ্ট্র থোক বরাদ্দ দেয়। তখন কিছু ওষুধের সাপ্লাই থাকে। এখন যে নার্সরা বার বার রোগীর আত্মীয়কে বাইরে থেকে ওষুধ কিনতে পাঠাচ্ছেন, এটা হয়তো সাপ্লাই নেই পাঠাচ্ছে।’
বাইরে থেকে ওষুধ কেনা প্রসঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘সবগুলি হয়তো ওরা দিতে পারবে না। এখন কী ওষুধ কিনতে দিয়েছে, আমি জানি না। কী কী ওষুধ দিয়েছে নামগুলো বলতে পারলে আমরা দেখতে পারবো। তখন আমরা বলতে পারবো যে এই ওষুধগুলো ছিল। তাহলে কেন কিনতে দিলো তা তাদের জিজ্ঞেস করা যাবে।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া