X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত প্রতিবেদন ১১ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৫:৩৮আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৫:৪০

খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায় (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে আবারও। মঙ্গলবার (১৩ মার্চ) এটি দাখিলের দিন ধার্য থাকলেও জমা দেননি তদন্ত কর্মকর্তা। তাই তদন্ত প্রতিবেদনের জন্য ১১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মার্চ) ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এই আদেশ দেন। আদালতের পেশকার তৌহিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মামলাটি হয়। মামলকারী জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক জানান— ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন খালেদা জিয়া। সেখানে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, ‘তিনি(বঙ্গবন্ধু) তো বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। আজকে বলা হয়, এত শহীদ হয়েছে, এ নিয়েও (মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা) অনেক বিতর্ক আছে।’

অন্য আসামি গয়েশ্বর চন্দ্র রায় গত বছরের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছে। একাত্তরের ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন-ভাতা খেয়েছেন তারা নির্বোধের মতো মারা গেলেন? আর আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের কবরে ফুল দেই। আবার না গেলে পাপ হয়।’

এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে তারা দণ্ডবিধির ৫০০ ধারার অপরাধ করেছেন বলে মন্তব্য জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকের। তাই ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে বাদি হয়ে মামলাটি করেন তিনি।

/টিএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মেসি-রোনালদোদের দল হারলে কি মাঠ ছেড়ে চলে যায়’
‘মেসি-রোনালদোদের দল হারলে কি মাঠ ছেড়ে চলে যায়’
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ