X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘শুনানিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৯:০৪আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৯:০৬

অ্যাডভোকেট জয়নুল আবেদীন (ফাইল ছবি) ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল যা বলেছেন, সেসব কথা (শুনানি) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে যেভাবে তার শুনানি করার কথা তেমন শুনানি তিনি করেননি’— বলছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি কক্ষের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জয়নুল আবেদীনের ভাষ্য, ‘রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে আরও দীর্ঘদিন কারাগারে রাখার মতো করে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল। আমাদের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, তিনি এভাবে কথা বলতে পারেন না।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা প্রসঙ্গে এই আইনজীবীর দাবি, ‘আমরা আদালতকে বলেছি, খালেদা জিয়া একটি টাকাও আত্মসাৎ করেননি। ৬ কোটি টাকা এখনও ব্যাংকে জমা রয়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সত্য নয়।’

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদালতের আদেশের কপি এখনও নিম্ন আদালতে যায়নি— এমন তথ্য উল্লেখ করেছেন জয়নুল আবেদীন। তার কথায়, ‘সরকার ও দুদক ঐক্যবদ্ধ হয়ে জামিন আদেশের বিরুদ্ধে আদালতে গেছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও খালেদা জিয়াকে দীর্ঘদিন কারান্তরীণ রাখতে তারা আপিল করেছে। চেম্বার জজে দুদক ও রাষ্ট্রপক্ষ একইরকম শুনানি করেছেন।’

চারটি বিষয় বিবেচনা করে খালেদা জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। চেম্বার আদালতকে একথা জানিয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এরপর আদালত উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। বুধবার (১৪ মার্চ) এই মামলা আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে ও শুনানি হবে।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উন্নয়ন পক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন পক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা