X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডিজিটাল কনটেন্ট তৈরির কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ২০:১৬আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২০:১৮

মাউশি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘আমার স্বাধীনতা’, ‘কৈশোরে বঙ্গবন্ধু’ ও ‘আমার কৈশোর’ শীর্ষক ডিজিটাল কনটেন্ট তৈরির কর্মসূচিতে দেশের সব মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ মার্চ থেকে এই কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (১৩ মার্চ) সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কর্মসূচি বাস্তবায়নে মাউশিকে পত্র দেওয়া হয়। ওই পত্রের নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা ও উপজেলা কর্মকর্তাদের জন্য পত্র জারি করে মাউশি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো পত্রে বলা হয়, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় মেধাবী ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর যৌথভাবে কাজ করছে। গত ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ‘কিশোর বাতায়ন’ উদ্বোধন করেন। শিক্ষার্থীদের বয়স উপযোগী করে ওয়েব প্ল্যাটফর্ম ‘কিশোর বাতায়ন’ (www.konnect.edi.bd) নির্মাণ করা হয়।     

শিক্ষার্থীদের একুশ শতকের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার প্রান্তিক যোগ্যতা বিবেচনায় কিশোর বাতায়নের উপকরণ তৈরি করা হয়। কিশোর বাতায়নের মাধ্যমে জেলা ব্র্যান্ডিংয়ের ওপর ভিত্তি করে ‘আমার জেলা, আমার অহংকার’ প্রতিযোগিতা ফেব্রুয়ারিতে সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

ওই পত্রে আরও বলা হয়, ষষ্ঠ থেকে সব শ্রেণিতেই যুক্ত হয়েছে আবশ্যিক বিষয় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’। নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রেজেন্টেশন সফটওয়্যারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে শিক্ষার্থীরা নিজেদের অর্জিত জ্ঞান ও মতামতকে সবার সামনে উপস্থাপন করতে পারে। তাই শিক্ষার্থীদের এই দক্ষতা যাচাই ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কিশোর বাতায়নের মাধ্যমে ঐতিহাসিক উত্তাল মার্চ মাসে একটি ব্যতিক্রমী প্রতিযোগিতা বা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘কৈশোরে বঙ্গবন্ধু’, ‘আমার কৈশোর, ও ‘আমার স্বাধীনতা’ শীর্ষক ডিজিটাল কনটেন্ট তৈরির কর্মসূচিতে প্রতিটি মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণ করা প্রয়োজন। আগামী ১৫ মার্চ থেকে অনুষ্ঠেয় কর্মসূচির মাঠপর্যায়ে সফল বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা