X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

তিন শিক্ষক নেতা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ০৩:১৩আপডেট : ১৪ মার্চ ২০১৮, ০৩:১৩




শিক্ষকদের আন্দোলন (ফাইল ছবি) জাতীয়করণসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতা আসাদুল হকসহ তিন জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মার্চ) রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তাদের আটক করা হয় বলে জানান বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) দফতর সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম। তবে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান দাবি করেন, ‘আটক বলা যাবে না, শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলার জন্য আনা হয়েছে। মহাসমাবেশের অনুমতি নেই, সে বিষয়ে কথা বলা হচ্ছে।’
অধ্যাপক নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার (১৪ মার্চ) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের আয়োজন নিয়ে কথা বলার জন্য তাদের শহীদ মিনার চত্বর থেকে আটক করা হয়েছে। শিক্ষক নেতা আসাদুল হককে আটকের কথা শুনে শাহবাগ থানায় জড়ো হন আরও প্রায় ২৫ জন শিক্ষক নেতা।
মঙ্গলবার রাত পৌনে ১১টা দিকে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ২৫-৩০ জন শিক্ষক রয়েছেন থানায়।
অধ্যাপক নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ আসাদুল হকসহ তিন জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেলে সেখানে আরও শিক্ষক জড়ো হন। আসাদুল হককে ছেড়ে দিচ্ছে না পুলিশ। পুলিশ বলছে সমাবেশ বন্ধ করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হবে। তবে থানায় আটক আসাদুল হক পুলিশকে জানিয়েছেন, সমাবেশ বন্ধ করা সম্ভব হবে না।’

মঙ্গলবার থেকে সারাদেশে অবিরাম ধর্মঘট শুরু করেন শিক্ষকেরা। ‘শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি’র ব্যানারে বুধবার (১৪ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ আহ্বান করা হয়। মঙ্গলবার বিকালে সংগ্রাম কমিটির সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক জানান সমাবেশের প্রস্তুতি সম্পন্ন। মহাসমাবেশ শুরু হওয়ার কথা সকাল ৯টা থেকে।

এদিকে, এই মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক নেতারা ঢাকায় আসেন। আন্দোলনে অংশ নিতে শিক্ষকদের অনেকেই ঢাকায় রওনা দিয়েছেন বলে জানান শিক্ষক নেতারা।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘আমাদের অনেক শিক্ষককে ঢাকায় আসতে দেওয়া হচ্ছে না। বরিশাল থেকে ২০টি লঞ্চে যে শিক্ষকরা আসছেন তাও জেনেছে পুলিশ। তারা হয়তো সমাবেশে আসতে পারবে না।’

 

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সিজারে প্রসূতির মৃত্যু, মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর
সিজারে প্রসূতির মৃত্যু, মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি