X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ, বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ২১:১০আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২১:২০

শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা৷

বুধবার (১৪ মার্চ) সন্ধ্যা থেকে তারা রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন৷ সেখানে তিন ঘণ্টা অবস্থানের পর আন্দোলনকারীরা শাহবাগের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। রাস্তা অবরোধ থাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এবিষয়ে বিক্ষোভকারী আলী আক্কাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সহপাঠীদের মুক্তির দাবিতে এই অবস্থান৷ আমরা তাদের মুক্তি না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো৷’

আন্দোলনকারীদের একজন ফেরদৌস হাসান। বাংলা ট্রিবিউনকে  তিনি বলেন, ‘আমাদের যেসব ভাইদের গ্রেফতার করা হয়েছে, তাদেরকে মুক্তি দিলে আমরা এই অবরোধ তুলে নেবো।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই রমনা থানায় আছে বলে নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার।

আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচির আগে, সকালে কোটা সংস্কারের আন্দোলন চলাকালে পুলিশ তিন জনকে আটক করে। পরে বিকালে মুক্তির দাবিতে আরও দুই শতাধিক আন্দোলনকারী বিকাল চারটার দিকে একটি মিছিল নিয়ে রমনা থানার উদ্দেশে রওয়ানা দেন। মিছিলটি পুরনো এলিফ্যান্ট রোডে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয় তারা। সেখান থেকে আরও ৬০ জনকে আটক করে পুলিশ।

 

/এসাইআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা