X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শহরে দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে না: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ২১:৪৪আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২১:৪৬

বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন দেশের ইউনিয়ন পরিষদ এলাকায় স্বাস্থ্যসেবা যতটুকু নিশ্চিত হয়, শহরের হতদরিদ্রদের ক্ষেত্রে তাও হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় কমিউনিটি হেলথ ক্লিনিক দিতে পারলে হতদরিদ্রদের স্বাস্থ্যসেবা একধাপ এগিয়ে যেত।’

বুধবার (১৪ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে নগরের দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিতকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মানবাধিকার সম্পর্কিত অতি দারিদ্র্য ও নগরের দরিদ্র পথবাসী বিষয়ে সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) এই সভার আয়োজন করে।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘হতদরিদ্রদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবার উদ্যোগ নিলে এবং বাস্তবায়ন করলে নগরে স্বাস্থ্যসেবা এগিয়ে যাবে। তা না হলে গ্রামের তুলনায় শহরে স্বাস্থ্যসেবার দূরত্ব বাড়বে। নগরে হতদরিদ্রদের স্বাস্থ্যসেবা এনজিও ও আরবান হেলথ কেয়ার প্রকল্পের অধীনে রয়েছে। কিন্তু এনজিওগুলো সেভাবে কাজ করছে না। তাদের সময় মতো অফিসে পাওয়া যায় না। কাজে দেখা যায় না। তবে কিছু কাজ তারা করছে। তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এনজিওদের কার্যক্রম দেখাভাল করতে হবে। ’

তিনি বলেন, ‘নগরে হতদরিদ্রদের সংখ্যা গ্রামের তুলনায় বেশি। জীবন-জীবিকার জন্য রাস্তায় অনেকে বসবাস করছেন। গ্রামে এমন হতদরিদ্র পাওয়া যায় না, যা শহরে অনেক বেশি। ’

ডিএসসিসির পক্ষ থেকে হতদরিদ্রদের জন্য  প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একেবারে সম্ভব নয়,জানিয়ে মেয়র বলেন,‘আমাদের কোনও লোকবল নেই। কোনও সক্ষমতা নেই। বিভিন্ন প্রকল্প রয়েছে, যা এনজিও’র ওপর নির্ভরশীল।’

সভায় সভাপতির বক্তব্যে অতি দারিদ্য ও নগরের দরিদ্র পথবাসী সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) চেয়ারম্যান ড. দীপু মনি বলেন, ‘পুরো স্বাস্থ্য ব্যবস্থায় সমস্যা আছে। স্বাস্থ্য সমস্যার কয়েকটি বিষয় নিয়ে এগিয়ে না গেলে মধ্যম আয়ের দেশে যাওয়া অর্থবহ হবে না। ’

তিনি বলেন, ‘শহরে হতদরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আগে ম্যাপ করতে হবে। এরপর কী কী বিষয়ে স্বাস্থ্যসেবা দেওয়া দরকার, তা শনাক্ত করতে হবে। কতজন সেবা পাচ্ছেন, আর কতজন পাচ্ছেন না, তার ডাটা তৈরি করতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা খানম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. নাসিমা সুলতানা, ইসরাফিল আহমেদ, মো. আব্দুল ওয়ালিদ প্রমুখ।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!