X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রিলিমিনারি থেকে কোটা বাস্তবায়ন চান মুক্তিযোদ্ধার সন্তানেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৮, ১৬:০৯আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৬:১১

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের মানববন্ধন (ছবি: সাদ্দিফ অভি) প্রিলিমিনারি থেকে কোটা শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। শুক্রবার (১৬ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তাদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। এর কেন্দ্রীয় কমিটির সদস্যরা বিভিন্ন দাবি তুলে ধরেন।

বক্তারা বলেছেন, ‘এই কোটা কারও দয়ায় পাওয়া নয়। এটি মুক্তিযোদ্ধার সন্তানদের সাংবিধানিক অধিকার। কোটা নিয়ে কোনও ধরনের চালাকি মেনে নেবেন না মুক্তিযোদ্ধার সন্তানেরা। কোনও মহলের ইন্ধনে বা গুটিকয়েক লোকের অযৌক্তিক দাবির মুখে চাকরিতে বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটায় হাত দিলে সারাদেশে আগুন জ্বলবে। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এটা কোনোভাবেই মেনে নেবেন না। তারা ঠিকই রাস্তায় নেমে পড়বেন।’

সংগঠনটির অভিযোগ, সাধারণ ছাত্রদের কাঁধে ভর করে জামায়াত-শিবির চক্র ঢাকার রাজপথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে কোটাবিরোধী আন্দোলনের নামে তাণ্ডব চালিয়েছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এসেছে মানববন্ধনে। তারা মনে করেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করাই ছিল আন্দোলনকারীদের উদ্দেশ্য।’

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, মেধাতালিকা থেকে পূরণ করা হবে কোটায় শূন্য পদগুলো। বক্তাদের মন্তব্য— ‘এর মাধ্যমে সুকৌশলে বলার চেষ্টা করা হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তানেরা মেধাবী নন। এ কারণে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অপমানিত হয়েছেন।’

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তানে’র কেন্দ্রীয় কমিটির সদস্যদের প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন মুক্তিযোদ্ধার সন্তান, তিনিও কি মেধাহীন?’ মুক্তিযোদ্ধার সন্তানেরা মনে করেন, এই প্রজ্ঞাপন সুস্পষ্টভাবে প্রধানমন্ত্রীরও অবমাননা। তাই অবিলম্বে এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে— জাতির পিতা, বীর মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি, বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, মুক্তিযোদ্ধা কোটার শূন্য পদ সংরক্ষণ করে বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণ করা, প্রশাসন থেকে রাজাকার ও তাদের বংশধরদের বের করতে চিরুনি অভিযান পরিচালনা এবং ১৯৭২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় শূন্য পদগুলোতে চলতি বছরেই নিয়োগ দেওয়া।

সমাবেশে বক্তব্য রাখেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তানে’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন ও দফতর সম্পাদক আহমাদ রাসেল, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও শহীদ সাংসদ নূরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, সহ-সভাপতি ওমর ফারুক সাগর ও আকবর হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক রসিম উদ্দিন প্রমুখ।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না