X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দায়িত্বে থাকা যেসব পুলিশের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

রাফসান জানি
১৬ মার্চ ২০১৮, ২১:২১আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২১:২৪

বাংলাদেশ পুলিশ দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যদের অনিয়ন্ত্রিতভাবে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিশেষ ডিউটিতে থাকা পুলিশ সদস্যরাও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। তবে অপারেশন অর্ডারে যাদের অনুমতি থাকবে, তারা বিশেষ ডিউটিতেও প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
মোবাইল ফোন ব্যবহারের এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে গত ১৫ মার্চ থেকে। পুলিশের কোন পর্যায়ের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন সে সম্পর্কে আইজিপি স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘এস্কর্ট ডিউটি ও ভিভিআইপি ডিউটিসহ সব ধরনের অপারেশন বা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।’
এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশেষ ডিউটির জন্য আমাদের একটা অপারেশন্স অর্ডার হয়। সেখানে যারা দায়িত্ব পালন করবেন, তাদের তালিকা থাকে। এই অর্ডার পেপারে যাদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি থাকবে, তারা ছাড়া অন্য কেউই দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।’
উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘‘ ধরা যাক, কোনও একটি বিশেষ ডিউটিতে ১০ জনের একটি গ্রুপ গেল। একটা অর্ডার পেপারের মাধ্যমে তারা যাবেন। সেই পেপারে যাদের মোবাইল ব্যবহারের অনুমতি থাকবে, তারা ছাড়া অন্যরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। এই আদেশ না মানলে ‘কর্তব্যে অবহেলা’ হিসেবে গণ্য হবে এবং সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’’

পুলিশের এ সিদ্ধান্তে আশাবাদী হওয়ার কথা বলেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশেই এটা প্রচলিত আছে। আপনি যখন একটা কাজ করছেন, তখন মোবাইল ফোনে সময় নষ্ট করতে পারবেন না। প্রযুক্তি যখন দায়িত্বের সঙ্গে যোগ হচ্ছে, তখন সেই প্রযুক্তি কিভাবে ব্যবহার হবে, দায়িত্ব না প্রযুক্তি কোনটা আগে আসবে, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি দায়িত্বপালন অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তখন সেবা গ্রহণ বা সেবা প্রদানে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়। পুলিশের এই সিদ্ধান্তে আমরা আশাবাদী হতে পারি।’

পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে দাফতরিক বা জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করছেন। এতে যথাযথ দায়িত্ব পালন ব্যাহত হওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা, নিজের নামে ইস্যুকৃত অস্ত্র-গুলি ও সরকারি সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে—এমন পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশ সদস্যদের প্রতি দেওয়া নির্দেশনাগুলো হলো:

* ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার সংক্রান্তে প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

* নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করবেন না। এক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়কালে কোন কোন পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তার মোবাইল নম্বর নামের পাশে উল্লেখ করতে হবে।

* পুলিশ সদস্যরা কর্তব্যরত অবস্থায় সেলফি বা ছবি তোলাসহ সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকবেন।

* দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে গেমস খেলা, ভিডিও দেখা, গান শোনা, ইউটিউব, ফেসবুক, অনলাইন নিউজ পোর্টাল পড়া থেকে বিরত থাকবেন।

 উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি ঘটনায় পুলিশ সদস্যদের মোবাইল ফোনে ব্যস্ত থাকার বিষয় সমালোচিত হয়েছে। গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অনুষ্ঠান চলাকালে খ্যাতিমান লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়। ঘটনাস্থলেই তার নিরাপত্তায় থাকা চার পুলিশ সদস্যের মধ্যে দু’জনকে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা গেছে। এ কারণে তাদের প্রত্যাহার করা হয়।

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো