X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ

ঢাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৯:১৫আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৯:১৫

 

সংহতি সমাবেশ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শনিবার (১৭ মার্চ) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে এ সংহতি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আফিজ আদনান রিয়াদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আপনারা ইতোমধ্যে জানেন, মধ্যপ্রাচ্যে যখন শান্তি চুক্তি বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রয়েছে, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে ঘোষণা করেছে। এই আমেরিকার মদদে ফিলিস্তিন রাষ্ট্রে ইসরায়েলের সামরিক বাহিনী নির্মমভাবে শিশুদের হত্যা করেছে। রাতের অন্ধকারে বোমা ফেলা হচ্ছে।’

তিনি বলেন, “আমরা বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের ছাত্র এবং যুব সমাজ যৌথভাবে ১২ মার্চকে 'আন্তর্জাতিক অ্যাকশন ডে' ঘোষণা করে সারাবিশ্বে বিভিন্ন দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছি।”

সংহতি সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ বলেন, ‘ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি। আজকে মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ কুক্ষিগত করে রাখার জন্য ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে হামলা চালানো হচ্ছে। সারাবিশ্বের ৪০টি যুব সংগঠনের পক্ষ থেকে প্রতিটি রাষ্ট্রের সরকারকে বলতে চাই, আপনারা ইসরায়েলকে বর্জন করুন। তাদের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করুন।’

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, বাংলাদেশ যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শিশির চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির হোসেন প্রিন্স প্রমুখ।

/এসআইআর /এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান